আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে আজ ভারত ও বাংলাদেশের মহিলা দল মুখোমুখি হয়। ভারত উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামে এবং বাংলাদেশের এটিই প্রথম ম্যাচ। বাংলাদেশের অধিনায়ক টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দলে আজ একটি পরিবর্তন হয়। জ্বরে আক্রান্ত হওয়ার জন্য স্মৃতি মন্ধনা এই ম্যাচে খেলতে পারেননি তার পরিবর্তে দলে আসেন বাংলার রিচা ঘোষ।
ভারতের তরুণ ওপেনার শেফালী বর্মা দুর্দান্ত শুরু করেন। মাত্র ১৭ বল খেলে চারটি ছয় এবং দুটি চারের সাহায্যে ৩৯ রান করে আউট হন তিনি। মাত্র ১৬ বছর বয়সী এই মহিলা ক্রিকেটারকে মহিলা দলের বীরেন্দ্র শেহবাগ বলেন অনেকে। জেমিমা রড্রিগেজের ৩৪ এবং ভেদা কৃষ্ণমূর্তির ২০ রানের সাহায্যে ভারত নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলতে সক্ষম হয়। ছ’নম্বরে ব্যাট করতে নেমে রিচা করেন ১৪ রান। বাংলাদেশের সালমা খাতুন ও পান্না ঘোষ ২ টি করে উইকেট দখল করেন।
আরও পড়ুন : প্রথম টেস্টে এই ক্রিকেটারের জন্য হারতে হল ভারতকে, বললেন লক্ষন
১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৫ রান করেন। ওপেনার মুর্শিদা খাতুন করেন ৩০ রান। অস্ট্রেলিয়া ম্যাচের নায়ক লেগ স্পিনার পুনম যাদব আজকেও তার স্পিনের ভেলকি দেখান। নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ টি মূল্যবান উইকেট দখল করেন তিনি। ভারত ম্যাচটি ১৮ রানে জয়লাভ করে এই মুহূর্তে গ্রুপ শীর্ষে অবস্থান করছে।