করোনার জেরে ভারতের ৪০ কোটি মানুষ চরম দারিদ্রে ভুগবে : রিপোর্ট
করোনা ভাইরাসের জেরে দেশের ৪০ কোটি মানুষ চরম দারিদ্র্যতার মুখে পড়বে। এমনটাই জানাচ্ছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) করোনা পরবর্তী পৃথিবীর অর্থনীতির একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে এই সঙ্কটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থা বলে বর্ণনা করা হয়েছে।
ওই রিপোর্টে বলা হয়েছে যে, করোনা ভাইরাসের ফলে এই লকডাউনের ফলে বিশ্ব অর্থনীতি তলানিতে ঠেকবে। সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারত, নাইজেরিয়া এবং ব্রাজিলের শ্রমিকদের। করোনা ভাইরাস ঠেকাতে যেসমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তার ফলে অসংগঠিত ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে। আর ভারতে প্রায় ৯০ শতাংশ মানুষ এই অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। সংখ্যায় হিসেব করলে দাঁড়ায় প্রায় ৪০ কোটি মানুষ কাজ করে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে। তাদের এই করোনা ভাইরাস পরবর্তী সময়ে দারিদ্র্যের অতলে তলিয়ে যাওয়ার সম্ভবনা খুবই বেশি।
আইএলও এর ওই রিপোর্টে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়বে যেসমস্ত দেশ গুলি নিম্ন এবং মধ্য আয়ের দেশ। তার মধ্যে ভারত অন্যতম। রিপোর্টে আরও বলা হয়েছে যে, করোনা ভাইরাসের জন্য পৃথিবী জুড়ে জারি হয়েছে আংশিক বা সম্পূর্ণ লকডাউন। আর এর জন্য ২.৭ বিলিয়ন শ্রমিকের উপর সরাসরি প্রভাব ফেলছে এই লকডাউন। গতকালই মুম্বাই ভিত্তিক একটি সংস্থার রিপোর্টে জানা গিয়েছিল, ৪৩ মাসে ভারতে বেকারত্বের হার সর্বাধিক হয়েছে মার্চে। তারপরই আজ এই রিপোর্ট আইএলও এর। এখন সরকার কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় সেটাই দেখার।