Today Trending Newsদেশনিউজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যাবে না নেট পরিষেবা, রায় সুপ্রিম কোর্টের

Advertisement

 ৫ আগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ নম্বর ধারা খারিজ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। জম্মু কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় লাদাখকে এবং জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। এইসব কারণে নিরাপত্তা রক্ষার্থে অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে। তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও আটক করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বেশ অনেকদিন।

তবে সুপ্রিমকোর্ট অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নিষেধাজ্ঞাকে সমর্থন না করে জানিয়েছে সরকারের সঙ্গে মতানৈক্যের ফলে মানুষকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। কোন কারণে অল্প সময়ের জন্য এই ধরনের নিষেধাজ্ঞা জারি হলেও তা অনিদিষ্টকালের জন্য কখনোই হতে পারেনা।

আরও পড়ুন : ‘বোমা’ এবং ‘মমতাকে’ নিয়ে কটাক্ষ মুকুল রায়ের

এক সপ্তাহের মধ্যেই যাতে সব নিষেধাজ্ঞা নিয়ে পর্যালোচনা করা হয় সে জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়ার সাথে সাথেই সরকারকে তীক্ষ্ণ ভাবে আক্রমন করে সুপ্রিম কোর্টের তরফে বলা হয় সাধারণ মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে বন্ধ রেখে ক্ষমতার অপব্যবহার কখনোই সরকারের সঙ্গত আচরণ নয়, কাশ্মীরে শিক্ষা, চিকিৎসা প্রভৃতি জরুরি বিভাগে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেখার বিষয় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আর ঠিক কতদিন পর ইন্টারনেট পরিষেবা চালু হয় জম্মু-কাশ্মীরে।

Related Articles

Back to top button