দেশনিউজ

ভুলেও এদের থেকে কিনবেন না ট্রেনের কনফার্ম টিকিট, একটু ভুলেই জলে যাবে হাজার-হাজার টাকা!

সাধারণ মানুষের দুরাবস্থার সুযোগ নিয়ে ওই দালাল চক্র কয়েকশো টাকার টিকিট বিক্রি করছে কয়েকগুণ বেশি দামে।

Advertisement

পাবলিক ট্রান্সপোর্টের দুরবস্থার কারণে বর্তমানে ভারতের সাধারণ মানুষের প্রথম পছন্দের যাতায়াত ব্যবস্থা হয়ে উঠেছে রেল। দুর্মূল্যের বাজারে সবচেয়ে কম খরজে ভ্রমণ একমাত্র রেল ব্যবস্থাতেই সম্ভব। কেন্দ্রীয় সরকারের অদূর ভবিষ্যৎ পরিকল্পনা তথা রেল যোগাযোগ মাধ্যম আজ সাধারণ মানুষের জন্য বিধাতার আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েকশো টাকা ব্যয় করে ভারতীয় রেলের মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করা সম্ভব হয়ে উঠেছে। সবচেয়ে কম খরচে রেল ভ্রমণ সম্ভব বলে আজকাল লক্ষাধিক মানুষ নির্ভরশীল হয়ে উঠেছে এই যাতায়াত ব্যবস্থার ওপর।

ভারতীয় রেলের নিয়ম অনুসারে, সাধারণ মানুষ নিজেদের গন্তব্যে ভ্রমণ করার 120 আগে টিকিট কেটে রাখতে পারেন। ফলে প্রায় বেশিরভাগ ট্রেনে একমাস আগে থেকেই সমস্ত টিকিট বুকিং হয়ে যায়। এমন পরিস্থিতিতে যদি কোন ব্যক্তির দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করতে হয় তবে দাঁড়াতে হয় ওয়েটিং লাইনে। কাউন্টার থেকে টিকিট কেটে অপেক্ষা করতে হয় একটি কনফার্ম সিটের জন্য।

আর এই সুযোগটাই বর্তমানে কাজে লাগাচ্ছে একদল দালাল চক্র। সাধারণ মানুষের দুরাবস্থার সুযোগ নিয়ে কয়েকশো টাকার টিকিট বিক্রি করছে কয়েকগুণ বেশি দামে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, এইসব দালাল চক্রের নিকট থেকে যদি আপনি টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে বিপদে পড়ার সম্ভাবনা আপনার সবচেয়ে বেশি। কারণ এই সব দালাল চক্র আপনার নামে নয় বরং আলাদা কোনো ব্যক্তির নামে টিকিট কেটে সেই টিকিট বিক্রি করেন আপনার কাছে।

যদি পুরো ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি, তবে কয়েক মাস আগে এইসব দালাল চক্র 15-45 বছর বয়সের একাধিক মানুষের নামে ক্রিকেট ক্রয় করে রাখেন। যার ফলে নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হয়ে যায় ওই নির্ধারিত ট্রেনের টিকিট। যার ফলে সাধারণ মানুষ শরণাপন্ন হন ওই দালাল চক্রের কাছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আগে থেকে কিনে রাখা টিকিটগুলি চড়া দামে বিক্রি করে থাকে ব্রোকাররা। তবে এই টিকিট নিয়ে ভ্রমণের সময় যদি টিকিট পরীক্ষক আপনাকে সন্দেহ করেন, সেক্ষেত্রে তিনি আপনার পরিচয় পত্রের সাথে সমস্ত তথ্য মিলিয়ে দেখতে পারেন। আর এই পরিস্থিতিতে যদি আপনি ধরা পড়েন, তবে 400 টাকার টিকিটের জন্য জরিমানা সহ আপনার খরচ হতে পারে কয়েক হাজার টাকা।

Related Articles

Back to top button