২০২৩ সালে নভেম্বরে দীপাবলিতে গাড়ির ক্রেতাদের জন্য একটা দারুন সময় আসতে চলেছে। বাজারে কমপক্ষে পাঁচটি নতুন গাড়ি লঞ্চ হতে চলেছে আগামী মাসে। মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে টাকা পাঞ্চ ইলেকট্রিক ভেহিকেল, সবকিছুই আপনারা নতুন মাসে দেখতে পেতে চলেছেন। এছাড়াও রয়েছে ভারতের সবথেকে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক এসইউভি। এছাড়াও কিছু মডেল আছে যারা আগামী মাসে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করতে চলেছে। এই মডেলের মধ্যে রয়েছে স্কোডা সুপার্ব সেডান। এছাড়াও রয়েছে রেনল্ট ফ্লাগশিপ এসইউভি ডাস্টার। চলুন তাহলে এই পাঁচটি গাড়ির ব্যাপারে জেনে নেওয়া যাক।
১. টাটা পাঞ্চ ইভি
টাটা মোটরস তার সব থেকে ছোট ইলেকট্রিক এসইউভি গাড়িটিকে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে আগামী মাসে। বহুবার এই প্রতীক্ষিত গাড়িটিকে পরীক্ষা করা হচ্ছে। আগামী বছরের শুরুর মধ্যে টাটা মোটরস এই নতুন গাড়িটিকে লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে আগামী বছরের মধ্যে টাটা মোটরস চারটি নতুন ইলেক্ট্রিক ভেহিকেল নিয়ে আসবে। তবে এর মধ্যে সবথেকে জনপ্রিয় গাড়ি হতে চলেছে পাঞ্চ ইভি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে টাটা কোম্পানির পাঞ্চ হতে চলেছে ভারতের সব থেকে ভালো বৈদ্যুতিক SUV গাড়ি।
২. MERCEDES GLE FACELIFT
জার্মান অটোজায়েন্ট ২০২৩ সালে নতুন অবতারে তাদের ফ্ল্যাগশিপ SUV গাড়ি লঞ্চ করতে চলেছে। মার্সিডিজ বেঞ্জ কোম্পানিটি ২ নভেম্বর তাদের এই নতুন গাড়িটি লঞ্চ করবে। এই গাড়িটিতে আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক কিছু বৈশিষ্ট্য। যদিও এই গাড়িটির রেগুলার মডেলটি বাজারে এখনো উপলব্ধ রয়েছে, তবে এবারে ভারতের বাজারে আসতে চলেছে এই গাড়ির FACELIFT মডেল। লাক্সারি সেগমেন্টে অডি Q7 এর মত গাড়ির সাথে প্রতিযোগিতা করবে মার্সিডিস কোম্পানির এই গাড়ি। এর নতুন ভেরিয়ান্টে একটি নতুন বাম্পার, আপডেট করা এলইডি হেড লাইট, অ্যালয় হুইলের একটি নতুন সেট অন্তর্ভুক্ত করা হয়েছে।
MERCEDES AMG C43
GLE ছাড়াও মার্সিডিজ একই দিনে AMG C43 বাজারে লঞ্চ করতে চলেছে। এটি হতে চলেছে একটি অত্যাধুনিক হাইপারফরম্যান্স গাড়ি। সি ক্লাসের এই স্পোর্টি গাড়িটি আপনি পেয়ে যাবেন ২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে। একটি ৯ স্পিড স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে যুক্ত এই গাড়িটি। এই গাড়িতে আপনারা পাবেন একটি উচ্চ পারফরমেন্স বিশিষ্ট ইঞ্জিন যা ৩৯৭ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে এবং ৫০০ NM টর্ক তৈরি করতে পারে।
৪. RENAULT DUSTER
পাঁচ সিটের এই কম্প্যাক্ট SUV গাড়িটি এক সময় ভারতে কমদামি গাড়ির একটি সেগমেন্টে আধিপত্য বিস্তার করেছিল। পরের মাসে নতুন অবতারে বিশ্ব বাজারে আসতে চলেছে রেনল্ট কোম্পানির নতুন ডাস্টার গাড়িটি। ২৯ নভেম্বর এই কোম্পানিটি তাদের অংশীদার DACIA দ্বারা নির্মিত এই নতুন DUSTER SUV লঞ্চ করতে চলেছে। এই গাড়িটি এই নির্মাতা কোম্পানিটির CMF – B মডিউলার প্লাটফর্ম এর উপরে তৈরি করা হয়েছে। এই গাড়িটি নতুন প্রজন্মের একটি ১.৩ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন নিয়ে আসবে।
৫. SKODA SUPERB
২ নভেম্বর ভারতের বাজারে আরও একটি নতুন গাড়ি আসতে চলেছে। এই গাড়িটি হতে চলেছে SKODA কোম্পানির SUPERB। কোম্পানির চতুর্থ প্রজন্মের SUPERB হতে চলেছে বর্তমানে ভারতের সবথেকে ভালো MQB প্ল্যাটফর্মের উপরে তৈরি গাড়ি। আপাতত যেটুকু জানা গিয়েছে, ২০২৩ সালে লঞ্চ হতে চলা এই গাড়িটি এই প্রস্তুতকারক কোম্পানিটির সব থেকে ভালো কয়েকটি গাড়ির মধ্যে একটি হতে চলেছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় এলইডি ম্যাট্রিক্স প্রযুক্তি। এছাড়াও থাকছে স্লিমার হেডলাইট, আকর্ষণীয় টেল লাইট এবং একটি প্রশস্ত গ্রিল। এই গাড়িতে টিএসআই পেট্রোল ইঞ্জিন রয়েছে। এছাড়াও আপনারা পাবেন টিডিআই ডিজেল ইঞ্জিন। এর পাশাপাশি প্লাগইন হাইব্রিড ইঞ্জিন দেওয়া হয়েছে এই গাড়িতে। খুব শীঘ্রই এই কোম্পানিটি ভারতে তাদের নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে। তবে এখনো পর্যন্ত এই গাড়ি লঞ্চ করার আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
Australian DJ Dom Dolla has left fans speechless after scoring one of the most jaw-dropping…
Marvel fans are buzzing after a jaw-dropping report confirmed that Tobey Maguire’s Spider-Man will appear…
Broadway fans are buzzing after a jaw-dropping revival of the musical Chess officially opened at…
The weekend box office delivered a jaw-dropping twist that left fans emotional and buzzing. Now…
Former WWE star Layla has left fans shocked with a jaw-dropping revelation about her career.…
Hollywood fans are reeling after reports surfaced that Dakota Johnson has stepped back from her…