দেশনিউজ

আসছে নতুন বিল, কোন চাকরি আর স্থায়ী থাকবে না

Advertisement

কেন্দ্র এবার নতুন বিল পাশ করল, কোন চাকরি স্থায়ী থাকবে না। সরকারি বা বেসরকারি কোন চাকরিতে স্থায়িত্ব থাকবে না। নিয়োগকারীও যেকোনো মুহূর্তে চাকরি থেকে ছাঁটাই করতে পারে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই নতুন বিলটি পাশ হয়েছে। এই শীতকালীন অধিবেশনে সংসদে তা পেশ হতে চলেছে।

এই বিধি অনুযায়ী স্থায়ী মেয়াদী চাকরি চুক্তির মাধ্যমে নিয়োগের আইন ব্যবস্থা সারাদেশে চালু করা। স্থায়ী মেয়াদের সময়সীমা অবশ্যই তিন মাস থেকে ছয় মাস। তবে বর্তমানে সরকারি ও বেসরকারি সংস্থা তে অস্থায়ী নিয়োগ হয় ঠিকাদারের মাধ্যমে কিন্তু এই বিধি-ব্যবস্থা কেও বিলোপ করার চেষ্টা করা হবে।

গতবছর মোদি কেন্দ্রীয় সরকারও অধিকৃত সংস্থায় চুক্তিতে মেয়াদের চাকরি ব্যবস্থা চালু করতে ইন্ডাস্ট্রিয়াল এম্প্লয়মেন্ট নির্দেশ জারি করেন। কেন্দ্রীয় সরকার এই নিয়ম চালু করার উদ্যোগ নেয়, কিন্তু তা চালু করা সম্ভব হয়নি। এই কোড কে স্বাগত জানিয়েছেন শিল্প সংগঠন সিআইআই।

Related Articles

Back to top button