প্রতিবার নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করেছে ভারতের সেনাবাহিনী। এবার সেনা জওয়ানদের সুরক্ষায় নতুন বুলেট প্রুফজ্যাকেটের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার৷ এই বুলেট প্রুফ জ্যাকেট গুলি তৈরি করেছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার৷ নতুন এই জ্যাকেটের নাম “ভাবা কবচ”৷
হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম মিধানিতে উৎপাদন করা হচ্ছে এই নতুন জ্যাকেট। এর আগেই জানানো হয় নভেম্বর, ডিসেম্বর মাসে লাদাখে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস এ নেমে যাবে তাই বিশেষ ধরনের তাঁবু পাঠানো হয়েছে, তার মধ্য একসঙ্গে ৮ থেকে১০ জন সেনা থাকতে পারবেন৷
এছাড়াও শত্রু পক্ষকে হারানোর পাশাপাশি সেনাদের দেওয়া হবে পর্যাপ্ত ব্যবস্থা। শীতে ব্যবহৃত সরঞ্জাম এবং তাপ নিয়ন্ত্রক জিনিসের পাশাপাশি থাকবে আরো অনেক আধুনিক সরঞ্জাম। ফাইবার প্লাস্টিকের ইগলু, তাঁবু এবং বিশেষ তুষার বুটের জন্য বিপুলভাবে আবেদন করা হয়েছে। যাতে কোনোভাবেই শীতে ভারতীয় সেনার লড়াই করতে সমস্যা না হয়। আর এর মাঝেই নতুন সংজো্যন এই জ্যাকেট, একে ৪৭-এর গুলিও এই জ্যাকেট ভেদ করে ঢুকতে পারবে না বলেই জানানো হয়েছে৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে কয়েকশো নতুন জ্যাকেট সরবরাহ করা হয়েছ৷ মিধানি-র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় ঝা জানিয়েছেন, বেশি সংখ্যায় জ্যাকেট উৎপাদনের প্রযুক্তি তাদের হাতে রয়েছে৷ এছাড়াও তৈরি হচ্ছে বুলেট প্রুফ যান যার মাধ্যমে গাড়ির চাকায় গুলি লাগলেও সেটি অন্তত ১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে বলে জানিয়েছে মিধানি।