Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন ফাঁস রুখতে নয়া সিদ্ধান্ত

গতবছরের মতো এবছরও মাধ্যমিকের প্রশ্নফাঁস রুখতে ব্যর্থ হওয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার ১২ মার্চ থেকে শুরু করে ২৭মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ৩ মার্চ রাজ্যের ৫৬ টি…

Avatar

গতবছরের মতো এবছরও মাধ্যমিকের প্রশ্নফাঁস রুখতে ব্যর্থ হওয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার
১২ মার্চ থেকে শুরু করে ২৭মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ৩ মার্চ রাজ্যের ৫৬ টি কেন্দ্র থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট বিতরণ করবে সংসদ। প্রশ্নফাঁসের মতো ঘটনা যাতে উচ্চমাধ্যমিকে না ঘটে তার জন্য মঙ্গলবার নির্দেশিকায় জানানো হয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে মোবাইল আনতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রের প্রতিটি ঘরে শুধুমাত্র মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্য থাকবেন একজন শিক্ষক।

গতবছর মাধ্যমিকের মতো এবছর যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তাই অনেক ব্যবস্থা নেওয়ার পরও মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উঠে আসে। তাই উচ্চমাধ্যমিকে যাতে এমন না হয় তার জন্য সর্তকতা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, শুধু পরীক্ষার্থী নয় পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। শিক্ষক বা শিক্ষাকর্মীরা যদি ভুল করে বাড়ি থেকে মোবাইল নিয়ে চলে আসে তাহলে প্রধান শিক্ষকদের কাছে জমা রাখতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এই স্কীমে দিনে ১৫০ টাকা করে জমালে পাবেন ৫ কোটি ৭১ লক্ষ টাকা

এবারই প্রথম পরীক্ষাকেন্দ্রে মিডিয়া যাতে না ঢুকতে পারে সে ব্যপারে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। পরীক্ষাকেন্দ্রে কোনওভাবেইযাতে সংবাদ মাধ্যম প্রবেশ করতে না পারে সে দিকে নজর থাকবে। মোবাইল ধরার জন্য আলাদা লোক নিয়োগ করাও এবারই প্রথম দেখা যাবে।

About Author