দেশনিউজ

বিজেপিকে রুখতে নয়া সমীকরণ, সমর্থনের বিনিময়ে উপমুখ্যমন্ত্রী পদ কংগ্রেসের

Advertisement

অরূপ মাহাত: এনসিপিকে দেওয়া সময় শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসন জারি করেছে রাজ্যপাল ভগত সিং কোশারী। সরকার গঠনে ডাক পায়নি কংগ্রেস। এমনই একগুচ্ছ অভিযোগ রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে শিবসেনা। মামলাটি লড়বেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী কপিল সিব্বাল। তবে রাষ্ট্রপতি শাসনের মধ্যেও রয়েছে ছ’মাসের সময়। এর মাঝে সরকার গঠন করতে পারবে যেকোন পক্ষই। আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে বিরোধী শিবির।

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর বৈঠকে বসেন কংগ্রেস ও এনসিপি নেতৃত্ব। শরদ পাওয়ার, আহমেদ প্যাটেলের মতো পোড় খাওয়া রাজনীতিবিদ‍রা বুঝতে পারেন, এই মুহূর্তে মহারাষ্ট্র বিধানসভা ভেঙে নির্বাচনে গেলে রামমন্দিরের ফসল ঘরে তুলবে বিজেপি। তাই যেকোন মূল্যে বিজেপিকে আটকানোর সিদ্ধান্ত হয় দুই জোট শরিকের এই শীর্ষস্থানীয় বৈঠকে। এনসিপির তরফে কংগ্রেসকে সরাসরি সরকারে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রীর পদ কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে।

শিবসেনা ও এনসিপির মধ্যে মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নেওয়া হবে। যদিও এ ব্যাপারে শিবসেনার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে, বিজেপি রুখতে এই সমীকরণ মেনে নেওয়া ছাড়া শিবসেনার কোন পথ নেই বলেই মত রাজনৈতিক মহলের।

Related Articles

Back to top button