জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এল। যেখাজে পুলিশকে দেখা যাচ্ছে লাঠি হাতে পড়ুয়াদের দিকে এগিয়ে যেতে। পঠন কক্ষে বসে নিজ মনে রয়েছেন পড়ুয়ারা। ৪৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, হঠাৎই সেখানে প্রবেশ করে পুলিশ।
এরপর একজন ব্যক্তি ডেস্কের আড়ালে লুকিয়ে যান, আরও একজনকে দেখা যায় পালাতে। এরপর পুলিশ লাঠি দিয়ে মারছে পড়ুয়াদের, এমনই ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি টুইটারে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের একটি দল, ‘জামিয়া কো-অর্ডিনেশন কমিটি।’
আরও পড়ুন : বারাণসীতে মোদী, দেশের প্রথম বেসরকারি রুটের ট্রেনের উদ্বোধন
ভিডিওটিতে পুলিশ রয়েছে ‘রায়ট গিয়ার’ পরনে। এরপর তাদের দেখা যায়, পড়ুয়াদের উপর চড়াও হতে। অনেক পড়ুয়া পালানোর চেষ্টা করে। গত ১৫ ডিসেম্বর সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ করে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ চালায় লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস। এরপর প্রায় ১০০ জনকে গ্রেফতার করে পুলিশ।