মহাকাশে আবার ইতিহাস গড়লো মানুষ। দুনিয়ার প্রথম বেসরকারি মহাকাশযান দুই নভশ্চরকে নিয়ে উড়ে গেলো আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে। দুই মার্কিন নভশ্চর রবার্ট বেনকেন এবং ডগলাস হার্লেকে নিয়ে Space-X এর ফ্যালকন 9 রকেটটি গেলো আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে। ইস্টার্ন টাইম ৩টে ২২ মিনিট নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে উড়লো রকেটটি। ২০১১ সালের পর এই প্রথম মহাকাশে মানুষ নিয়ে যাওয়ার মতো কাজ করা হলো।
এই উদ্যোগে Space-X এর সাথে কাজ করেছে নাসা’ও। নাসা এবং Space-X এর যৌথ উদ্যোগেই এই সফল মহাকাশযাত্রা সফল হলো। প্রথম বেসরকারি সংস্থা হিসেবে Space-X মহাকাশে মানুষ পাঠালো। এই পুরো মিশনের লাইভ সম্প্রচার দেখা যাচ্ছে NASA এবং Space-X এর সাইটে। উৎক্ষেপণ থেকে পৃথিবীতে আবার ফিরে আসা, এই পুরো পথটাই লাইভে দেখা যাবে।
SpaceX Falcon 9 rocket takes off with the SpaceX Crew Dragon spacecraft for International Space Station, with 2 NASA astronauts – Robert Behnken and Douglas Hurley: National Aeronautics and Space Administration (NASA) pic.twitter.com/W63o95Eo0x
— ANI (@ANI) May 30, 2020
মহাকাশ পর্যটনকে জনপ্রিয় করতে Space-X এর এই উদ্যোগ। ভবিষ্যতে যাতে আরও বেশি সংখ্যক মানুষ মহাকাশে যেতে পারে তার জন্যই এই উদ্যোগ। Space-X এর ভিতরটা সাজানো হয়েছে ড্রয়িংরুমের মতো। নাসার ডিরেক্টর জিম ব্রিডেন্সটাইন জানিয়েছেন, “দেশের জন্য এটা গর্বের মুহূর্ত। প্রথমবার কোনো বেসরকারি সংস্থা এই উদ্যোগ নিয়েছে।” দুই নভশ্চরের আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেতে সময় লাগবে ১৯ ঘন্টা, সেখানে তারা কাটাবেন ২১০ দিন।