রাস্তায় দুর্ঘটনায় পড়লে এরকম বহু মানুষ আছেন যারা এগিয়ে আসতে চান না, তাদের মতে এতে তাদের নানা ঝামেলায় পড়তে হবে। আর সময় মতো সাহায্য না পেয়ে দুর্ঘটনাগ্রস্ত মানুষ শেষমেশ রাস্তাতেই প্রাণ হারান। মূলত পুলিসি জিজ্ঞাসাবাদে পড়ার ভয়ে লোকজন দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে এড়িয়ে যান। যার কারণে বিপদের মুখে পড়েন বহু মানুষ, বিপদে পড়তে দেখেও বহু মানুষ তাদের সাহায্য করতে এগিয়ে আসে না।
কিন্তু কেন এই রকম হবে তার প্রশ্নের উত্তরও কারো জানা নয়। থানায় নানা জিজ্ঞাসাবাদ প্রশ্ন জেরা এসবের ভয়ে সময় নস্ট হওয়ার ভয়ে মানুষ এড়িয়ে যেতেন। কিছু মানুষ এগিয়ে এলেও তাদের নানা ভাবে জিজ্ঞাসা করা হয় এবং অপদস্ত করা হয়। কিন্তু এবার থেকে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলে কাউকে পুলিশি ঝুঁকির মুখে পড়তে হবে না।
কারণ ১৯৮৯ সালের মোটর ভেহিকেল অ্যাক্ট একাধিক সংশোধন করা হয়েছে। আর নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে দুর্ঘটনাগ্রস্ত কোনও ব্যক্তিকে কেউ সাহায্য করলে তাঁকে গুড সামারিটান বলে গণ্য করা হবে। বলা হয়েছে বিপদে পড়া কোন মানুষ বা দুর্ঘটনার কবলে পড়া কোন মানুষ কে সাহায্য করা হলে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে না পুলিশ।
দুর্ঘটনাগ্রস্ত কোনও ব্যক্তিকে সাহায্য করলে কাউকেই এবার থেকে পুলিসের কোনও প্রশ্নের মুখে পড়তে হবে না। খুব শিগগির সরকারি ও বেসরকারি হাসপাতালে বাইরে নতুন এই নিয়ম সম্পর্কে লেখা থাকবে। যার ফলে আর সমস্যা পোহাতে হবে না কাউকেই।