ধর্ষণ রুখতে নতুন আইন অন্ধ্রপ্রদেশে, তিন সপ্তাহের মধ্যেই মৃত্যুদন্ড ধর্ষকদের
একের পর এক ধর্ষণের ঘটনায় মুখ পুড়ছে দেশের। কিছুদিন আগেই তেলেঙ্গানায় তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ ও খুন করার প্রতিবাদে গর্জে উঠেছিল দেশ। তারপর উন্নাও এ ধর্ষিতাকে জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনায় দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে গিয়েছিল।
আর এই পরিস্থিতিতে রাজ্যে ধর্ষণ রুখতে নতুন আইন নিয়ে এলো অন্ধ্রপ্রদেশ সরকার। শুক্রবার অন্ধ্রপ্রদেশ বিধানসভায় পাশ হয় নতুন এই বিলটি। নতুন এই বিলটির নাম ‘অন্ধ্রপ্রদেশ দিশা অ্যাক্ট ক্রিমিনাল ল’। বিলটিতে বলা হয়েছে ধর্ষণে অভিযুক্ত প্রমাণিত হলে ২১ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিতে হবে ধর্ষককে।
রাজ্যের গৃহমন্ত্রী এম সুচরিতা শুক্রবার এই বিলটি পাস করেন অন্ধ্রপ্রদেশের বিধানসভায়। অন্ধ্রপ্রদেশের পার্শ্ববর্তী রাজ্য তেলেঙ্গানায় কিছুদিন আগেই এক তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুন করা হয়। তার পরিপ্রেক্ষিতেই এই বিল যে যথেষ্টই গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।