নিউজ

PPF ও Sukanya Samriddhi স্কিমের জন্য নতুন নিয়ম লাগু হবে, অ্যাকাউন্ট থাকলে অবশ্যই জেনে নিন

আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়ম লাগু হবে

Advertisement

Advertisement

দেশের লক্ষ লক্ষ মানুষ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় স্কিমে বিনিয়োগ করেন। এই স্কিমগুলি সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ এবং সহজ বিনিয়োগের মাধ্যম হিসেবে কাজ করে। তবে, কিছু মানুষ এই স্কিমগুলির নিয়মকানুন সম্পর্কে সঠিকভাবে জানেন না, যার ফলে অনেক সময় অনিয়ম ঘটে থাকে। এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় স্কিমে কিছু নতুন নিয়ম যোগ করেছে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম লাগু হবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

কেন নতুন নিয়ম?

নতুন এই নিয়মগুলির মূল উদ্দেশ্য হল সঞ্চয় স্কিমগুলিকে আরও সুশৃঙ্খল করা এবং অনিয়ম রোধ করা। অনেক সময় দেখা যায়, একই ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট খোলা থাকে বা নাবালকের নামে খোলা অ্যাকাউন্টগুলির যথাযথভাবে পরিচালনা করা হয় না। এই ধরনের অনিয়ম রোধ করার জন্যই এই নতুন নিয়মগুলি জারি করা হয়েছে।

Advertisement

কোন কোন স্কিমে পরিবর্তন?

নতুন নির্দেশিকা অনুযায়ী, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSA) সহ বিভিন্ন স্কিমে পরিবর্তন আনা হয়েছে। স্কিমে আনা পরিবর্তনগুলি হল নিম্নলিখিত:

Advertisement

১) এনএসএস ৮৭ অ্যাকাউন্ট:

এই অ্যাকাউন্ট খোলার তারিখ অনুযায়ী সুদের হার নির্ধারিত হবে। ১৯৯০ সালের ২ এপ্রিলের আগে অ্যাকাউন্ট খোলা হলে – বর্তমানে চালু স্কিমের হার প্রথম অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। দ্বিতীয় অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের হারের সুদ পাওয়া যাবে। ১৯৯০ সালের ২ এপ্রিলের পরে অ্যাকাউন্ট খোলা হলে – বিদ্যমান স্কিমের হার প্রথম অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। বিদ্যমান POSA হার দ্বিতীয় অ্যাকাউন্টে প্রযোজ্য হবে। ২টির বেশি অ্যাকাউন্ট থাকলে – তৃতীয় এবং অতিরিক্ত অ্যাকাউন্টে কোনও সুদ পাওয়া যাবে না।

২) পাবলিক প্রভিডেন্ট ফান্ড:

নাবালকের নামে খোলা অ্যাকাউন্টে নাবালকের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ পাওয়া যাবে। একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকলে, অতিরিক্ত অ্যাকাউন্টগুলিতে কোনো সুদ পাওয়া যাবে না। আর যে সব এনআরআইদের পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে তাঁদের আবাসিক বিবরণ দেওয়ার প্রয়োজন নেই। তাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত POSA সুদ পাবেন। তারপর থেকে সুদের পরিমাণ হবে ০ শতাংশ।

৩) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট:

দাদু বা ঠাকুমা অ্যাকাউন্ট খুললে অভিভাবকত্ব আইন অনুযায়ী জৈবিক মা-বাবার কাছে তা হস্তান্তর করতে হবে।স্কিমের নির্দেশিকা লঙ্ঘন করে দুটির বেশি অ্যাকাউন্ট খুললে অতিরিক্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে।

Recent Posts