নিউজ

সাধারন মানুষের সুবিধার জন্য ব্যাংক কর্মচারীদের জন্য নতুন নিয়ম আনল কেন্দ্র

Advertisement

নিজেদের ইচ্ছে মত যখন তখন আর ধর্মঘট ডাকতে পারবেন না ব্যাংক কর্মচারীরা। এই বিষয়ে এক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল যে, অন্তত ১৪ দিন আগে নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে ধর্মঘটের সম্পর্কে। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যখন তখন ধর্মঘট ডেকে অসুবিধায় ফেলা যাবে না সাধারণ মানুষকে।

গত আগস্ট মাসে ১০ টি সরকারি ব্যাংক ও ৪ টি বড় ব্যাংকের সংযুক্তিকরণের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে মঙ্গলবার ধর্মঘট ডাকে দুটি ব্যাংক কর্মচারী সংগঠন। যার ফলে দেশ জুড়ে অসংখ্য মানুষ ভোগান্তির শিকার হন। এই কারণে, সাধারণ মানুষের হয়রানি আটকাতে ব্যাংক ধর্মঘটে নিষেধাজ্ঞা আনতে চাইছে কেন্দ্র।

Related Articles

Back to top button