Today Trending Newsদেশনিউজ

শিক্ষাক্ষেত্রে জারি হবে নতুন নিয়ম, বিজ্ঞপ্তি জারি শিক্ষাদপ্তরের

Advertisement

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণে জর্জরিত গোটা দেশের মানুষ। পরিস্থিতি সামাল দিতে লকডাউন সহ একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বন্ধ দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা। গৃহবন্দী মানুষের জীবনে এসেছে বিরাট পরিবর্তন। তবে লকডাউন উঠে গেলেও যে এই প্রভাব রয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে।

অন্যান্য পরিষেবার সাথে সাথে সাথে এবার শিক্ষাক্ষেত্রেও কিছু পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। লকডাউন উঠে গেলে সেই সমস্ত নিয়ম গুলি চালু করা হবে। যেগুলি তৈরি করেছে স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি দপ্তর।

এই বিষয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, স্কুল-কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি যখনই খুলুক না কেন, মেনে চলতে হবে কিছু নির্দিষ্ট নিয়ম। যেমন :

  •  সামাজিক দূরত্ব বজায় রাখা।
  • দূরত্ব বজায় রেখে শ্রেণীকক্ষে পড়ুয়াদের বসার ব্যবস্থা করা।
  • গোটা বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ইত্যাদি।

যদিও কবে থেকে আবার স্কুল চালু হবে সেই বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি, তবে এই নিয়মের ব্যাপারে সমস্ত রাজ্য শিক্ষা দপ্তরকে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আনতে চলেছে ইউজিসি। যেমন- আগস্টে ভর্তি প্রক্রিয়া চালিয়ে সেপ্টেম্বরে শিক্ষাবর্ষ শুরু, অনলাইন পড়াশোনার দিকে বেশি করে নজর দেওয়া ইত্যাদি।

Related Articles

Back to top button