করোনা উপসর্গ নিয়ে নানা মতামত বিশেষজ্ঞদের, ৭২ শতাংশের শরীরে দেখা গিয়েছে গায়ে ব্যাথা
করোনা সংক্রমণ নিয়ে কিংস কলেজ লন্ডনের গবেষকরা আবার নতুন ব্যাখ্যা দিলেন। তাদের মতে করোনার নির্দিষ্ট উপসর্গ দেখা দেওয়ার আগেই আরো এক নতুন উপসর্গ দেখা দিচ্ছে, যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৮২ শতাংশের মাথা ব্যথা ধরা পড়েছে। আর ৭২ শতাংশের শরীরে দেখা গিয়েছে গায়ে ব্যাথা। প্রতিদিনই করোনা নিয়ে গবেষকরা নানান মতামত দিয়ে থাকেন তার মাঝেই চিন্তায় পড়েন বিশ্বের আম জনগন। কিন্তু সেই সব তথ্য কত দূর কাজের সেই নিয়েও অনেক মতভেদ রয়েছে।
গবেষকদের মতে আক্রান্ত হওয়ার সাত দিনের মধ্যে ৪০ শতাংশের শরীরে জ্বর দেখা দিচ্ছে। সর্দি কাশি করোনার উপসর্গ হিসাবে রয়েই যাচ্ছে। এছাড়াও স্বাদ ও গন্ধের ক্ষমতা চলে যাওয়া এখনও করোনা ভাইরাসের অন্যতম উপসর্গগুলির মধ্যে অন্যতম। তবে তাঁরা বলছেন, ভিন্ন বয়সের মানুষের মধ্যে করোনার ভিন্ন ভিন্ন উপসর্গ ধরা পড়ছে। এছাড়া ৯ শতাংশ মানুষ, যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে র্যাশ দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, তবে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আগে, পরে বা আক্রান্ত থাকালীন ত্বকে র্যাশ দেখা দিতে পারে। ত্বকে র্যাশ এবং গায়ে হাত পায়ে ব্যাথা নিয়েও অনেকে অনেক মত দিয়েছেন তারা জানিয়েছেন ত্বকে র্যাশ দেখা দেওয়ার ফলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন আবার অনেকে চিন্তিত হচ্ছেন না। সব মিলিয়ে এই উপসর্গ নিয়ে নানা মতভেদ রয়েই যাচ্ছে।
সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। কারণ শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।