থেকে থেকে নিজেকে পরিবর্তন করছে নোভেল করোনা ভাইরাস। বিজ্ঞানীরা বারবার করোনার গতিপথ সম্বন্ধে গবেষণা করে ব্যর্থ হয়েছেন। করোনায় আক্রান্ত রোগীর বিভিন্ন রকমের উপসর্গ মিলেছে। করোনা সংক্রমণ ঘটলে শরীরে যে লক্ষণগুলি দেখা যাবে তা হল কাশি, সর্দি, হাঁচি, মাথা ধরা, নিঃশ্বাস নেওয়ার অসুবিধা। এছাড়া আরও বেশ কিছু লক্ষণ সামনে এসেছে যার ফলে বিজ্ঞানীদের আরও চিন্তা বাড়িয়েছে। চোখ লাল হয়ে যাওয়া , পায়ে ঘা, চোখ থেকে নিয়মিত জল পড়া।
তবে এবার চিকিৎসকেররা অন্য কথা বলছেন। চিকিৎসকদের দাবি, যদি কথা বলতে কোনো অসুবিধা হয় বা চলাফেরা করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় তবে চিকিৎসকের পরামর্শ একান্তই জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করে জানান হয়েছে, বাড়িতে থেকেই যদি কখনও কথা বলতে সমস্যা সৃষ্টি হয় তবে সেই ব্যক্তি করোনায় সংক্রমিত হতে পারেন। তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
এখনও পর্যন্ত নোভেল করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্ত হয়েছেন ৪৬ লক্ষ ৮৫ হাজারের কিছু বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১০ হাজারের কিছু বেশি মানুষের। কোভিড-১৯-এ শুধুমাত্র আমেরিকাতে আক্রান্ত হয়েছেন ১৪ লক্ষ ৩০ হাজার। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার। এই ভাইরাসের থেকে মনুষ্য জাতিকে রক্ষা করবার জন্য গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করোনার ওষুধ নিয়ে গবেষণা করছেন। ভারতের ১,৫০০ জন রোগীর উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে পরীক্ষা করা হচ্ছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside