Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন করে শহরের তিনটি এলাকা কনটেইনমেন্ট জোনের আওতায়, ভুল তালিকা প্রকাশ করেছে পৌরনিগম, অভিযোগ বাসিন্দাদের

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। মহারাষ্ট্রে ঘোষণা হয়েছে ইতিমধ্যেই পুনরায় লকডাউন দিল্লিতে চলছে আংশিক লকডাউন। রাজ্যের করোনা চিত্রও আশঙ্কাজনক। ইতিমধ্যেই কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও করোনা আক্রান্তের…

Avatar

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। মহারাষ্ট্রে ঘোষণা হয়েছে ইতিমধ্যেই পুনরায় লকডাউন দিল্লিতে চলছে আংশিক লকডাউন। রাজ্যের করোনা চিত্রও আশঙ্কাজনক। ইতিমধ্যেই কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ পার করে গিয়েছে। আর এরই মধ্যে শহরের তিনটি ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় নতুন করে কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হল। এই কথা ঘোষণা করেছে কলকাতা পৌরনিগম।

জানা গিয়েছে, ১৭ নম্বর ওয়ার্ডের ১৮ রাজা বসন্ত রায় রোড, ১১০ নম্বর ওয়ার্ডের ভ্যালি পার্ক ও ৬৯ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ সার্কুলার রোডকে কনটেইনমেন্ট জোনের আয়তায় আনা হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ১৭ নম্বর ওয়ার্ডের ১৮ রাজা বসন্ত রায়ের রোডকে নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সেখানকার অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানিয়েছেন, তাদের অ্যাপার্টমেন্টে এখন আর কোনও করোনা রোগী নেই। 1৮ দিন আগে এই অ্যাপার্টমেন্টে কনটেইনমেন্ট জোনের আওতায় ছিল। কারণ, সেখানে করোনা রোগী ছিল। কিন্তু এখন সেখানে কোনও করোনা রোগী না থাকার পরেও কনটেইনমেন্ট জোনের আওতায় করা হচ্ছে, এই প্রশ্ন তোলা হয়েছে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের তরফ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সব মিলিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই এলাকায়। এমনকি কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কী করে ভুল তালিকা প্রকাশ করল কলকাতা পৌরনিগম, তা নিয়েও প্রশ্ন উঠেছে বাসিন্দাদের মধ্যে।

About Author