আরও একবার স্পিরিট অফ ক্রিকেটের পরিচয় পাওয়া গেলো ক্রিকেট মাঠে। স্পিরিট অফ ক্রিকেটের আদর্শ উদাহরণ দিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ডের সিনিয়র দলের ক্রিকেটাররা নন, নিউজিল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা পরিচয় দিলেন স্পিরিট অফ ক্রিকেটের।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ এবং ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে। ম্যাচে প্রথমে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে ছিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যান ক্রিক ম্যাকেন্জি। ব্যক্তিগত ৯৯ রানের মাথায় পায়ে ক্রাম্প ধরে তিনি মাঠের বাইরে চলে যান, পরে দলের ৯ উইকেট পড়লে আবার ব্যাটে আসেন।
কিন্তু ব্যাটে এসেই তিনি আউট হয়ে যান। আউট হয়ে ফেরার সময় দেখা যায় ক্রাম্পের জন্যে হাঁটতে পারছেন না। তখন নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের অলরাউন্ডার জেসি তাশকফ এবং বোলার জোসেফ ফিল্ড আহত ক্রিক ম্যাকেনজিকে কাঁধে করে ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুম পর্যন্ত পৌঁছে দেন।
স্পিরিট অফ ক্রিকেটের এই ভিডিওটি আইসিসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তাদের এই কাজের জন্য ক্রিকেট ভক্তদের কাছ থেকে প্রশংসা পান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। রোহিত শর্মা, শচীন তেন্ডুলকর, ভিভিয়ান রিচার্ড সহ একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা প্রশংসা করেন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে। এই ম্যাচটিতে নিউজিল্যান্ড ২ উইকেটে জিতেও যায়, জিতে তারা সরাসরি সেমিফাইনালে পৌঁছে যায়।