করোনা সংক্রমণ যে কোনো বয়সের ক্ষেত্রে হতে পারে। ছোট শিশু থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেরই আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। যদিও বিজ্ঞানীরা বলেছিলেন যে করোনা শুধু বড়দের শরীরে সংক্রমিত হয়। কিন্তু তাদের সেই গবেষণা ভুল প্রমাণিত হয়েছে লন্ডনের এক ঘটনায়।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার লন্ডনের এক হাসপাতালে জন্ম নেয় করোনা সংক্রমিত সদ্যোজাত। কিছুদিন আগে ওই সদ্যোজাতের মা জ্বর ও সর্দি- কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রথমে নিউমোনিয়া মনে হলেও পরে জানা যায় যে তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার সন্তান ও করোনাতে সংক্রমিত হয়েছে। সেই শিশুকেও করোনা টেস্ট করা হয় এবং তা পজিটিভ আসে। চিকিৎসকদের অনুমান মাতৃগর্ভে থাকার সময়ই শিশুর শরীরে ভাইরাস প্রবেশ করেছে।
আরও পড়ুন : করোনা রুখতে সাফল্যের পথে কানাডার বাঙালি বিজ্ঞানী
এখন সেই শিশু এবং শিশুর মা-কে আলাদা আলাদা হাসপাতালে রেখে চিকিৎসা করানো হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই শিশুই এখনো পর্যন্ত সবচেয়ে কনিষ্ঠ করোনা সংক্রমিত। ধীরে ধীরে এই সংক্রমণ বাড়ছে। আমেরিকাতে এখনো পর্যন্ত ১৫০০ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। যদিও চিৎসকদের দাবি মার্কিন মুলুকে সংক্রমণের পরিমান আরও বাড়বে। সবচেয়ে বেশি মৃত্যু চিনে হলেও ইতালি ধীরে ধীরে ভয়াবহ আকার নিচ্ছে।