প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি : আজ ৩১ শে অক্টোবর, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুন্যতিথিতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সোনিয়া গান্ধী সহ একাধিক প্রথম শ্রেণীর জননেতা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই অবসরে ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর তারিখ এর একটি ভিডিও সম্প্রতি ব্যাপকহারে ভাইরাল হচ্ছে। আজকের এই দিনে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল।
বলিউড তথা দক্ষিণী অভিনেত্রী খুসবু সুন্দর ভিডিওটি রিটুইট করেন ও তারপরেই ঝড়ের গতিতে সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটি নামজাদা নিউজ অ্যাঙ্কর সালমা সুলতান এর। ভাইরাল হওয়া ভিডিওতে সলমা সুলতান বলছেন, আমি বুঝতে পারছিলাম না যে খবরটা কি ভাবে পড়ব! কারণ খবরটা শোনার পর আমার চোখের জল থামছিল না কিন্তু সেই পরিস্থিতিতে আমাকে ক্যামেরার সামনে খবরটি পরিবেশন করতে হয়। খবর পরিবেশক সালমা সুলতান এর এই ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শুধু তাই নয়, ইন্দিরা গান্ধীর পুন্যতিথিতে কংগ্রেস এর পূর্ব অধ্যক্ষ রাহুল গান্ধী তার দিদাকে স্মরণ করে টুইট করেছেন, আজ আমার দিদা ইন্দিরা গান্ধীর বলিদান দিবস। তাঁর অদ্বিতীয় উদ্দেশ্য এবং নির্ভীক সিদ্ধান্তগুলো থেকে শেখা প্রতিটি পদক্ষেপ আমাকে গাইড করে চলবে। আপনাকে আমার শত শত প্রণাম। ১৯১৭ সালের ১৯ শে নভেম্বর এলাহাবাদ শহরে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন। তিনি তিন বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর নিজের আত্মরক্ষীর গুলিতে নিহত হন।
Salma Sultan reading News of assassination of Prime Minister #IndiraGandhi 31st October 1984 at 8.00 p.m. pic.twitter.com/kJ3E9ugE29
— Indira Gandhi (@indira_gandhi1) October 31, 2019