ফের মর্মান্তিক দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিক, ট্রাক উল্টে মৃত্যু ৫ শ্রমিক
মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার পাঠা গ্রামে ট্রাক উলটে মৃত্যু হয় ৫ পরিযায়ী শ্রমিকের। শনিবার রাতে, পরিযায়ী শ্রমিকের একটি দল যেখানে ১৬ জন ছিলেন তারা ফিরছিলেন বাড়ি, হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশে, আম-ভরতি ট্রাকে চেপে অনেক আশায় দীর্ঘদিন পর বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন তারা। তবে বাড়ি যাওয়া আর হল না তাদের, দেখা হল না আপনজনের সঙ্গে। যে ট্রাকে করে তারা যাচ্ছিলেম সেই ট্রাকটি নরসিংহপুরের ওই এলাকায় উলটে যায়। ঘটনাস্থলেই পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ১১ জন।যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে জব্বলপুরের একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নরসিংহপুরের জেলাশাসক দীপক সাক্সেনা এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে বলেছেন, মোট ১৮ জন যাত্রী সহ আম-ভরতি এই ট্রাকটি যাচ্ছিল উত্তরপ্রদেশের আগ্রায়। যার মধ্যে আহত ১১জন, যার মধ্যে ৯ জন স্থিতিশীল, এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে হাসপাতালের চিকিৎসক এর কাছে।
Madhya Pradesh: 5 labourers died, 11 injured after the truck they were in, overturned near Patha village in Narsinghpur. The labourers were going from Telangana’s Hyderabad to Uttar Pradesh in the truck, which was also carrying mangoes. More details awaited. pic.twitter.com/bowYPVMn1P
— ANI (@ANI) May 9, 2020
আশঙ্কাজনক অবস্থায় দুজনের মধ্যে একজনের মাথায় চোট লেগেছে, আরেকজনের পাঁজর ভেঙে গিয়েছে। আহত ওই শ্রমিকদের মধ্যে একজনের জ্বর থাকায় প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হচ্ছে করোনা পরীক্ষার জন্য। দিনকয়েক আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ১৬ জন পরিযায়ী শ্রমিকের দল ক্লান্ত হয়ে ঘুমিয়ে ছিলেন, সেই অবস্থায় এক মালগাড়ি তাদের পিষে দেয়। পরিযায়ী শ্রমিকদের বলি হতে হচ্ছে বারবার।
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে শ্রমিকদের আর্তনাদ এখনো তাজা, তার রেশ কাটার আগেই আবার প্রাণ হারালেন পাঁচ পরিযায়ী শ্রমিক। বাড়ি ফেরা আর হল না তাদের, পথেই তাদের জীবন শেষ হয়ে গেল।