বিদায় বেলাতেও শীতের আমেজ উপভোগ করতে বাঁধা রাজ্যবাসীদের উপর। রাজ্যজুড়ে আবারও বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা আর পূবালি হাওয়ার যৌথ প্রভাবে রাজ্যে আবারও অকাল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গেছে যে মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির শুরু হবে।কয়েকদিন আগেও পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হয়েছে রাজ্যজুড়ে।
সোমবার রাত থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ গরম হাওয়া ঢোকার ফলে তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে।
আরও পড়ুন : বাজেট শেষেই রেকর্ড দাম বাড়লো সোনার, বাজেটে অখুশি মধ্যবিত্তরা
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রায় থেকে ১ ডিগ্রি কম।