আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, সপ্তাহান্তে আবারও জাঁকিয়ে পড়বে শীত। শুক্রবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫° সেলসিয়াসের নীচে নেমে যায়। যা স্বাভাবিকের চেয়ে ১° কম। আগামী শনি ও রবিবার উষ্ণতার পারদ আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই দুই দিন কলকাতার তাপমান স্বাভাবিকের থেকে ৩° থেকে ৪° কমে প্রায় ১২° সেলসিয়াসের নীচে নামতে পারে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন : রাজ্য হচ্ছে না NRC, CAA তে বাদ যাবে না একজনেরও নাম, দাবি মুকুল রায়ের
শুধু তাই নয়, সোমবার থেকে দাপট বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার। যার প্রভাবে আগামী সোম থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা। সকাল থেকে শহর ও শহরতলী এলাকায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও এই সপ্তাহান্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে বৃষ্টির কারণে পন্ড হতে পারে সরস্বতী পূজার আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে সোমবার থেকে বুধবার পর্যন্ত একটানা ঝিরঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে।