ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট দক্ষিনবঙ্গে। তবে এবার বৃষ্টির সম্ভাবনা নেই। সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়ার এবং শীতের প্রকোপ কমার। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা হবে যথাক্রমে ১৭ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট অনেকটাই কমবে। তবে উত্তরের জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, আগের ঝঞ্ঝাগুলির মতো এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই তবে পশ্চিমাঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : নাম বদল করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের, জানাল কেন্দ্রীয় মন্ত্রী
সোমবার পর্যন্ত দক্ষিনবঙ্গে শীতের প্রকোপ যথেষ্ট পরিমাণে ছিল। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী বৃহস্পতিবার থেকে ঠান্ডা একেবারেই কমে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। তবে শীত যে একেবারেই বিদায় নেবে তা নয়। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে ফের পুরোনো দাপট নিয়ে ফিরবে শীত।