আবার বৃষ্টির ভ্রূকুটি। শুধু বৃষ্টি নয়, আগামী ২৪ ঘন্টায় বজ্রপাত সহ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে একাধিক জেলাতে সকাল থেকেই হালকা বৃষ্টি হয়েছে। কোথাও আবার ঝড়-বৃষ্টিও হয়েছে।
দিল্লিতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে সন্ধ্যের পর থেকে। এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বিকেল থেকে ঠান্ডা হাওয়া বইছে। সকাল থেকেই হালকা বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। আজ উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল, এই বৃষ্টি হওয়াতে তাদের ভোগান্তির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : ক্রমশ দাপট বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বিকেলের পর রাজ্যে বৃষ্টির সম্ভাবনা
উত্তরপ্রদেশে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। টানা তিনদিন এই বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে হতে পারে। সঙ্গে ঝড় হতে পারে। এই কদিন বাড়ি থেকে বেরোলে অবশ্যই ছাতা সঙ্গে নেবেন। যখন তখন বৃষ্টি হতে পারে, এমনটাই বলেছেন হাওয়া অফিস।