অ্যামেনেস্টির ভারতে কাজ বন্ধ করতে কেন্দ্রকে নোটিশ দিলো জাতীয় মানবাধিকার কমিশন

নয়াদিল্লি: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালকে নোটিশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কিন্তু এসবের মাঝে অ্যামেনেস্টির দাবি, মোদি সরকার তাদের টার্গেট করেছে। কেন্দ্রীয় সরকার তাদের পেছনে এভাবে তল্লাশি চালাচ্ছে যা কোনভাবেই মেনে নিতে পারছে না অ্যামেনেস্টি।

আবার এর পাশাপাশি অ্যামেনেস্টির ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। এখানেই শেষ নয় প্রায় আট বছর সাফল্যের সঙ্গে এদেশে কাজ করার পর তারা যাবতীয় কার্যকলাপ বন্ধ করে দিচ্ছে।  জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি নিজে থেকে বিবেচনায় এনে স্বরাষ্ট্রসচিব, ভারত সরকার, স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে।

বিদেশি মুদ্রা বিনিময় পরিচালনা আইনে গত সেপ্টেম্বর ৫১ কোটি টাকা অপব্যবহারের অভিযোগে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  আর তারপর থেকেই শুরু হয় নানা সমস্যা।