বারবার নৈহাটিতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহ বাড়ছে সকলের। বৃহস্পতিবার দুপুরে ভয়ংকর বিস্ফোরণ হয় নৈহাটিতে। নৈহাটি সংলগ্ন স্থানে, চুঁচুড়া এলাকাতেও অনুভূত হয় কম্পন। এই ঘটনায় বহু বাড়ি ভেঙে পড়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন।
নৈহাটি দেবকগ্রাম থেকে বাজির মশলা রামঘাটে নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা পুলিশের বেঅাইনি বাজিগুলি অসুরক্ষিত ভাবে নিষ্ক্রিয় করতে আসার ঘটনায় ক্ষুব্দ হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং তাতে আগুন লাগিয়ে দেয়। কমব্যাট ফোর্স এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরামঘাট এলাকার বাসিন্দা সর্বানী মন্ডলের ছেলে ও শ্বশুর গুরুতর আহত হয় এই বিস্ফোরণে। তিনি জানান বাজি নিষ্ক্রিয় করার ব্যাপারে বারবার না করা সত্ত্বেও প্রশাসন তাদের কথা অমান্য করে অসুরক্ষিত ভাবে এই কাজ করেন। বিস্ফোরণে তার বাড়ির অ্যাসবেস্টসের চাল ভেঙে যাওয়ায় এরপর কোথায় যাবেন তিনি এই চিন্তায় তার মাথায় হাত।
এই ঘটনায় অর্জুন সিং বলেছেন এনআইএ তদন্ত করলে ঘটনাটির আসল সত্য সামনে আসবে। গার্গী চট্টোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন সরকারের উচিত দ্রুত ক্ষতিপূরণ দেওয়া এবং তিনি আরও বলেন তদন্ত করলে উঠে আসবে বাজি তৈরীর আড়ালের আসল সত্য।