গত বছর ফেব্রুয়ারির ১৪ তারিখ ভারত সাক্ষী ছিল এক নৃশংস ঘটনার। পাকিস্তানের জঙ্গিদের হামলায় জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। ঘটনার তদন্তের ভার পড়ে NIA এর উপর। NIA মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ওই ঘটনায় চার্জশিট জমা দিলো। পুলওয়ামারই বাসিন্দা চার জইশ-ই-মহম্মদ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে NIA. ভারতীয় দন্ডবিধির 120B, 121A; UA(P) আইনের ধারা ১৮, ১৯, ২০, ৩৮ ও ৩৯ অনুযায়ী সাজ্জাদ আহমদ খান, বিলাল আহমেদ মীর, ইশফাক আহমেদ ভাট এবং মেহরজ উদ্দিন চোপানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এই তদন্তে প্রমানিত হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন JeM -এর সঙ্গে যুক্ত। তারা সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এই হামলার মুল ষড়যন্ত্রকারী ছিল নিহত সন্ত্রাসী মুদাসসির আহমেদ খান। পুলওয়ামা হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী ছিল এই মুদাসসির আহমেদ খান। পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ২০১৯ সালের মার্চের ১০ তারিখ পুলিশ ও ভারতীয় সুরক্ষা বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হয়।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : কবে ফাঁসি চার ধর্ষনকারীর? কী জানাল আদালত
মেহরাজ-উদ্দিন-চোপানের থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের অস্ত্র ছিনতাইয়ের জন্য একই অভিপ্রায়ে এই হ্যান্ড গ্রেনেডটি সংগ্রহ করা হয়েছিল। উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সালে চার আসামি সাজ্জাদ আহমদ খান, তানভীর আহমেদ গ্যানির বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। বিলাল আহমদ মীর ও মোজাফফর আহমদ ভাট IPC 120B এবং 121A এর UA(P) আইনের ধারা 18, 18B, 38 ও 39 এবং বিস্ফোরক পদার্থ আইনের ধারার অধীনে রয়েছেন এবং আরও তদন্ত চলছে।