ভারতীয় ক্রিকেটার জসপ্রিত বুমরাহ তার বোলিং অ্যাকশনের জন্য বিশ্ব জুড়ে আলোচিত। এখনো পর্যন্ত ক্রিকেট বিশ্বে জসপ্রীত বুমরাহ তার দুর্দান্ত বলের সাথে সাথে বোলিং অ্যাকশনের জন্য বিখ্যাত। আন্তর্জাতিক ক্রিকেটে জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন নকল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিভিন্ন ক্রিকেটাররা। এমনকি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও সেই সুযোগ হাতছাড়া করতে পিছুপা হয়নি। তিনিও অনুশীলনের ফাঁকে নকল করেছেন জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন।
তবে এবার কোন অনুশীলন ম্যাচে নয়, বরং চলতি টুর্নামেন্টের মধ্যে জসপ্রীত বুমরাহ বোলিং অ্যাকশন নকল করলেন অস্ট্রেলিয়ান এক পেসার। তবে বুমরাহ-র এই অ্যাকশন বাঁহাতে চেষ্টা করলেন অস্ট্রেলিয়ান বোলার নিক ম্যাডিনসন। এ বার শেফিল্ড শিল্ডের ম্যাচে এমন ঘটনা দেখা গেল। সেই ম্যাচে বুমরাহর বোলিং অ্যাকশনকে নকল করলেন অস্ট্রেলিয়ান বোলার নিক ম্যাডিনসন। তবে বুমরাহ-র এই বোলিং অ্যাকশন বাঁহাতে চেষ্টা করে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান বোলার নিক ম্যাডিনসন।
আসলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময় বুমরাহর বোলিং অ্যাকশনকে নকল করেন অস্ট্রেলিয়ান বোলার নিক ম্যাডিনসন। সেই সময় ক্রিজে উপস্থিত ছিলেন অ্যারন হার্ডি এবং ম্যাথিউ কেলি। হার্ডির বিরুদ্ধে বোলিং করার সময় বুমরাহর মতো করে বল করেন ভিক্টোরিয়ার বোলার ম্যাডিনসন। তিনি যখন বুমরাহর মতো বোলিং করেন, তখন পশ্চিম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১৬১তম ওভার চলছিল। হঠাৎ করে জসপ্রীত বুমরাহর অ্যাকশনে বোলিং করায় হতভম্ব হয়ে পড়েন ক্রিজে দাঁড়িয়ে থাকা অ্যারন হার্ডি। এমনকি উইকেট-রক্ষকও তার বোলিং অ্যাকশন দেখে হেসে লুটোপুটি। যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Nic Maddinson brings out the Bumrah! #SheffieldShield pic.twitter.com/rPQU5E7VW2
— cricket.com.au (@cricketcomau) April 4, 2022