নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে, নিখিলের নতুন পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটদুনিয়ায়

টলিপাড়ার পেজ থ্রিতে এখন একটাই ব্রেকিং নিউজ! নুসরত জাহান মা হতে চলেছেন। একথা সত্যি হলেও এই নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। নুসরত কি সত্যি অন্তঃসত্ত্বা নাকি তিনি এখন…

Avatar

By

টলিপাড়ার পেজ থ্রিতে এখন একটাই ব্রেকিং নিউজ! নুসরত জাহান মা হতে চলেছেন। একথা সত্যি হলেও এই নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। নুসরত কি সত্যি অন্তঃসত্ত্বা নাকি তিনি এখন বেবি প্ল্যানিং করছেন। নাকি তিনি সারোগেসির মাধ্যমে মা হওয়ার চেষ্টা করছেন। এই নিয়ে নানান লোকের নানান মত। এই ব্যপারে নুসরত এখনো কোনো কথা স্পষ্ট করে কিছুই বলেননি। তবে নুসরত নিজের ইন্সটাগ্রাম স্টোরির একটি পোস্টে লেখেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’। তাহলে এটি কিসের ইঙ্গিত দিলেন।

আর সত্যি নুসরত অন্তঃসত্ত্বা হলে এই শিশুর জনক কে এই নিয়ে শুরু হয় নানা কাঁটাছেড়া। যশ নাকি নিখিল কে এই শিশুর পিতা। তবে এই প্রসঙ্গে কথা বলেন নিখিল। তিনি এক সংবাদমাধ্যমে সরাসরি জানিয়েছেন, এখন নাকি তাঁর সাথে নুসরতের কোনো সম্পর্ক নেই। ছমাসের কাছাকাছি তাঁরা সম্পূর্ণ আলাদা আছেন্ম এই সন্তান তাঁর নয়। তিনি আরো জানান, এখন যে নতুন সঙ্গীর সঙ্গে নুসরত আছেন, তার সঙ্গেই ভাল থাকুক। আর ঈশ্বর ওদের মঙ্গল করুক এই প্রার্থনা জানান। এই ব্যপারে এখনো নুসরতের মতো নিখিল ও কোনো কথা বলেননি।

তবে সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি সেলফি শেয়ার করেছেন নুসরতের প্রাক্তন স্বামী নিখিল। ক ক্যাপশনে নিখিল লেখেন, ‘কর্ম সবসময়ই তোমার লোকেশন ট্র্যাক করে চলেছে’। আর তাঁর হ্যাশট্যাগগুলিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। নিখিল লিখেছেন, #ভালহও।#কর্মবিলিভার… নেটিজনদের মতে লিখিলের এই ক্যাপশন কি কারো প্রতি ইঙ্গিতপূর্ণ? তবে এর উত্তর পাওয়া যায়নি। তবে এই নিয়ে শুরু হয় ফের চর্চা। তবে নিখিল ও এখন নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন।

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে, নিখিলের নতুন পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটদুনিয়ায়

প্রসঙ্গত, কয়েক মাস আগে শহরের এক নামি ক্লিনিকের সামনেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এমনকি বিধানসভা ভোটের সময় মাঝ পথে প্রচার থামিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তাহলে কি তখনউলি অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী আবার ভোটের প্রচারের মাঝে যশরত কফি ডেটেও গিয়েছিলেন। এখন নাকি নিজের বালিগঞ্জের বাড়িতেও থাকছেননা অভিনেত্রী। ইনস্টাগ্রাম ঘাটলেই ‘যশরত’ কোথায় কখন যাচ্ছেন? কী করছেন? সব স্পষ্টত। কোন দিন একসঙ্গে তাঁরা গাড়িতে ছিলেন, বাড়ির বাগানের ফুল, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর সঙ্গে কোথায় পার্টি করছেন সব কিছুই এখন নেটাগরিকদের নজরে।

About Author