এই মুহূর্তে অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta) ও অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)-এর একসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া ও তৃণমূল নেতা মদন মিত্র (Madan mitra)-র সঙ্গে দেখা করা নিয়ে চলছে জোর তরজা। এই সবের মধ্যেই 15 ই জানুয়ারি নদিয়ার কুলগাছিতে একসঙ্গে মাচা করেছেন যশ ও নুসরত। দুজনের পরনেই ছিল সাধারণ পোশাক। প্রায় চার ঘন্টা ধরে নিজেদের ফিল্মের গান ও সংলাপ বলে দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছেন যশ ও নুসরত জুটি। এমনকি একসঙ্গে গানও গেয়েছেন তাঁরা। মাচা করা ছাড়াও যশ ও নুসরতের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিটি তোলা হয়েছে আজমেঢ় শরিফ দরগায়। এছাড়াও যশ ও নুসরতের যৌথ ফ্যান পেজ থেকে তাঁদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। নুসরত মৌলবাদীদের রোষের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন টলিটাউনের অনেকেই। কিন্তু এই মুহূর্তে নেটিজেনরা যশ ও নুসরতের ঘনিষ্ঠতাকে ‘নোংরামি’ বলে অভিহিত করছেন। সোশ্যাল মিডিয়ায় কমতে শুরু করেছে যশ ও নুসরতের অনুরাগীর সংখ্যাও। টলিউডের এই হিট জুটিকে রীতিমত ট্রোল করতে শুরু করেছেন নেটিজেনরা। এই সবের মধ্যেই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নুসরতের স্বামী নিখিল জৈন (Nikhil jain) জানিয়েছেন, বিয়েকে কলঙ্কিত করা ঠিক নয়। বিয়ে প্রকৃতপক্ষে দুটি পরিবারের সম্পর্ক। ভারতীয় রীতি অনুযায়ী বিয়েকে সম্মান করা হয়। কিন্তু অপর কারো জন্য বিয়ের মতো প্রতিষ্ঠানকে নিচু করা ঠিক নয়।
গত বছর গোড়ার দিকে নুসরত জাহান প্রচুর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু জৈন পরিবারের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়। এমনকি নুসরত মিডিয়ায় অবাস্তব একটি বয়ানে বলেছিলেন, তিনি নাকি ভুল করে বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। এরপর থেকেই নুসরত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর স্বামী নিখিল জৈন-এর সাথে প্রচুর ছবি শেয়ার করতে শুরু করেন। এমনকি দিওয়ালির সময় নুসরতের পোস্ট করা ভিডিও দেখে ওপেন ফোরামে নিখিল স্ত্রীর প্রশংসা করেন। পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল নুসরতকে একটি শাড়িও উপহার দেন যাতে নুসরতের এতদিন ধরে অভিনয় করা সমস্ত চরিত্রের নাম খোদিত ছিল।
কিন্তু গত বছর ডিসেম্বর মাসে কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিন নুসরত। ওপেন ফোরামে এই ছবিটির প্রশংসা করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে বলেছিলেন। কিন্তু নুসরত বলেছিলেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর। তাঁদের এই সাংকেতিক কথাবার্তায় নেটিজেনরা অন্য আভাস পেয়েছিলেন। সম্প্রতি রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন যশ ও নুসরত। রাজস্থান থেকে যশ ও নুসরত অনেক ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। অপরদিকে কলকাতায় বসে নিখিল তাঁর ও নুসরতের দাম্পত্যে চিড় ধরার কথা অস্বীকার করলেও নুসরতের ইন্সটাগ্রাম প্রোফাইল কিন্তু অন্য কথা বলছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে নিখিলের অধিকাংশ ছবি ডিলিট করে দিয়েছেন নুসরত। এমনকি এই মুহূর্তে শ্বশুরবাড়ি ছেড়ে বন্ডেল রোডে নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন নুসরত। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নুসরতের রাজনৈতিক জীবন তাঁর বিবাহিত জীবনে চিড় ধরিয়েছে।
নিখিল তাঁদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও নুসরতের এই বিয়ে টিকিয়ে রাখার ইচ্ছা নেই বলেও জানা যাচ্ছে। তার আরেকটি অন্যতম কারণ হল যশ ও নুসরতের যৌথ ব্র্যান্ড ভ্যালু। যশ ও নুসরত জুটিকে এই মুহূর্তে বিভিন্ন স্টেজ শো-তে এবং বিজ্ঞাপনে দেখতে চাইছেন প্রযোজক ও নির্মাতারা। যশ ও নুসরতের সম্পর্ক তৈরী হলে তাঁরা হয়ে যাবেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল। কিন্তু সংবাদমাধ্যমের কাছে নুসরত এই সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, মানুষ তাঁকে সবসময় দোষী সাব্যস্ত করলেও তিনি চান, মানুষ তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে তাঁকে বিচার না করে তাঁর কাজ দিয়ে বিচার করুক। নুসরত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। অপরদিকে যশ বলেছেন, নুসরতের বিবাহিত জীবন নিয়ে তাঁর কোনো ধারণা নেই। তবে প্রতি বছর যশ রোড ট্রিপে যান। তিনি বলেন, রাজস্থানে তো এখন অনেকেই ঘুরতে যাচ্ছেন। অপরদিকে নুসরত দাবি করেছেন, তিনি ইন্ডাস্ট্রির অনেককে নিয়ে আজমেঢ় শরিফ গিয়েছিলেন। তাহলে শুধুমাত্র নুসরত ও যশের ছবি ভাইরাল হলো কেন? ইন্ডাস্ট্রির তথাকথিত আজমেঢ় শরিফ যাত্রীদের ছবি কোথায়? এর মধ্যেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)-এর ছেলে অভিমন্যু (abhimanyu chatterjee) ও তাঁর প্রেমিকা দামিনী ঘোষ (Damini Ghosh) আজমেঢ় শরিফ গিয়েছিলেন। তবে তাঁরা তো নিজেরাই গিয়েছিলেন, নুসরতের সঙ্গে নয়। নুসরত সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবনে তিনি কার সাথে ঘুরতে যাবেন, সেটা তাঁর ব্যাপার। নুসরতের কার্যকলাপ দেখে মনে হচ্ছে বৈবাহিক জটিলতার সঙ্গেই নুসরতের জীবনে শুরু হয়েছে রাজনৈতিক জটিলতা। ‘উওম্যানাইজার’ নায়ক যশ এই মুহূর্তে নুসরতের জীবনে ‘ছাই ফেলতে ভাঙা কুলো’-র কাজ করছেন।
গত বছর মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।
Ormax Media’s annual audience measurement report has revealed that Special Ops Season 2 was India’s…
Super Bowl 60 is set to take place at Levi’s Stadium in Santa Clara, California,…
Standing ovations, long a staple of European film festivals, are becoming increasingly common at Sundance.…
At Sundance 2026, Olivia Wilde premiered The Invite, a sharp and witty dramedy that reimagines…
South Korean-born filmmaker Kogonada, known for his meditative style, returned to Sundance 2026 with Zi.…
The fairy tale Wicker lit up Sundance 2026 with its world premiere at the Eccles…