ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি পি.সি. চন্দ্র গার্ডেনে হয়ে গেল নীল ভট্টাচার্য (Nil bhattacharya) ও তৃণা সাহা (Trina saha)-র গ্র্যান্ড রিসেপশন। রিসেপশন যতটা জাঁকজমকপূর্ণ হওয়ার কথা ছিল ততটা না হলেও ছিল না আন্তরিকতার কমতি। নীল ও তৃণার ফ্যানপেজ থেকে রিসেপশনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে টেলি ও টলিটাউনের বেশ কয়েকজন তারকা রিসেপশনে উপস্থিত ছিলেন। রিসেপশনের সন্ধ্যায় নীলের পরনে ছিল মেরুন রঙের শেরওয়ানি ও সোনালি উত্তরীয়। তৃণার পরনে ছিল মেরুন রঙের লেহেঙ্গা চোলি যাতে ছিল সোনালি কারুকার্য। তার সঙ্গে মানানসই কুন্দনের গয়না পরেছিলেন তৃণা। তার সঙ্গে সিঁথিতে ছিল সিঁদুর। রিসেপশনের দিন মোগলাই খানার কথা শোনা গেলেও পরে দেখা যায়, রিসেপশনের পাতেও বাঙালি খানার ব্যবস্থাই হয়েছে। নীল ও তৃণার ছবিগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
4 ঠা ফেব্রুয়ারি অর্কিড গার্ডেন্সে ছিল নীল এবং অভিনেত্রী তৃণার বিয়ের অনুষ্ঠান। একমাত্র ছেলে নীলের বিয়েতে বরযাত্রী অর্কিড গার্ডেন্সে ঢোকার সময় টাকার হরির লুট দেন নীলের বাবা। সোশ্যাল মিডিয়ায় নীলের বাবার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। সবাইকে অবাক করে দিয়ে নীল ও তৃণার আমন্ত্রণে তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণা তাঁর জন্মদিনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। তবে মমতা কিছুক্ষণের জন্য এসে নীল ও তৃণাকে আশীর্বাদ করে চলে যান।
এদিন বোটে চেপে জলপথে বিয়ের আসরে পৌঁছেছেন নীল। পানপাতায় মুখ ঢেকে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হল তৃণাকে। বাঙালি বিয়ের রীতি মেনে বরের চারপাশে পিঁড়িতে বসা কনেকে ঘোরানো হল। শুভদৃষ্টির সময় তৃণা লজ্জা না পেলেও নীল ‘ব্লাশ’ করছিলেন। এরপরেই ছিল মালাবদলের পালা। মালাবদলের সময় নীলের বন্ধুরা নীলকে উঁচুতে তুলে ধরেছিলেন। অপরদিকে তৃণার ভাইয়েরাও উঁচুতে তুলে ধরেছিলেন তৃণার পিঁড়ি। তাও বহু কষ্টে নীলকে নাগালে পেয়ে তৃণা পরিয়ে দিলেন মালা। সবচেয়ে মজাদার ছিল সিঁদুর দান পর্ব। নীল তৃণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতেই চারপাশে বন্ধুরা চিৎকার করে ওঠেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলে। একই সঙ্গে হেসে ফেলেন তৃণাও। নীল ও তৃণার বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
টিম ‘কৃষ্ণকলি’ ও টিম ‘খড়কুটো’-এর সবাই আমন্ত্রিত ছিলেন নীল ও তৃণার বিয়েতে। ‘খড়কুটো’-র সোহিনী সেনগুপ্ত (Sohini sengupta), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya), রাজা গোস্বামী (Raja Goswami), দেবোত্তম মজুমদার (Debottam Majumder), রাজন্যা ঘোষ (Rajanya Ghosh), রত্না ঘোষাল (Ratna Ghoshal), জয়শ্রী মুখার্জী (Jayashree mukherjee) বিশেষ ভাবে নজর কেড়েছেন নীল ও তৃণার বিয়েতে। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জী (Srijit Mukherjee) ও তাঁর স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলা(Rafiyat Rashid mithila)। মিথিলার পরনের আকাশী রঙের ঢাকাই শাড়ি ও হাতের আকাশী রঙের ব্যাগ সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে। এদিন নীল ও তৃণা বাসরঘরে দুজনে দুজনের জন্য গান গেয়েছেন মাইক্রোফোন হাতে নিয়ে। ‘কৃষ্ণকলি’ ও ‘খড়কুটো’ -এর অনেকেই মাতিয়ে দিয়েছেন আসর। কেউ কেউ আবার গিটার বাজিয়ে নীল ও তৃণার সঙ্গে সঙ্গত করেছেন। তবে বাসরঘরে নীল চনমনে থাকলেও বিয়ের ধকলে ক্লান্ত লাগছিল তৃণাকে। বাসরঘর থেকেই বাসরের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীল। তবে বিয়ের পরের দিন সকালেই তৃণা শেয়ার করলেন একটি ছবি যেখানে তৃণা চোখ মারছেন ক্যামেরার দিকে তাকিয়ে। ছবিতে নবদম্পতি ঘনিষ্ঠ হয়ে রয়েছেন। ছবিতে তৃণার মাথায় জ্বলজ্বল করছে লাল সিঁদুর ও কপালে লাল টিপ। কিন্তু তার পরেই তৃণা ঢুকেছিলেন রান্নাঘরে। শ্বশুর-শাশুড়ির জন্য এদিন নিজেই চা করেছেন তৃণা। রান্নাঘর থেকে তৃণা চায়ের কাপের ট্রে নিয়ে বেরোনোর সময় নীল তাঁর ছবি তুলে নেন। নীলের তোলা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নীল জানিয়েছেন, শ্বশুরবাড়িতে তৃণাকে বরণ করার পর বর-কনেকে কোলে বসানোর প্রথাও পালিত হয়েছে।
6 ই ফেব্রুয়ারি ছিল ‘ত্রিনীল’-এর বৌভাতের ঘরোয়া অনুষ্ঠান ও ফুলশয্যা। এদিন লাল-সবুজ রঙের সিল্কের শাড়ি পরে তৃণা তাঁর নতুন বর নীলের পাতে পরিবেশ করলেন গরম ঘি-ভাত। তৃণার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে তৃণার ‘টুম্পা’ নাচের ভিডিও। এর আগে ‘খড়কুটো’ সিরিয়ালের ‘গুনগুন’-এর ভূমিকায় তৃণা ‘টুম্পা’ নাচতে নাচতে ছাদনাতলায় গিয়েছিলেন। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার রিয়েল লাইফেই ফুলশয্যার রাতে শ্বশুর-শাশুড়ির মনোরঞ্জন করতে ‘টুম্পা’ নাচলেন তৃণা। নীল ও তৃণার ফ্যানপেজ থেকে তৃণার নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও ইনস্টা স্টোরিতে বৌভাতের তত্ত্বের ছবি শেয়ার করেছেন তৃণা। এছাড়াও ফুলের সাজে নিজের ও নীলের ছবি শেয়ার করেছেন তিনি। মাথায় ফুলের মুকুট, গলায় ফুলের মালা পরে তৃণাকে সুন্দর লাগছিল। প্রিয় ননদের সঙ্গে ছবি তুলেও শেয়ার করেছেন তৃণা।
3রা ফেব্রুয়ারি ছিল নীল ও তৃণার মেহেন্দি অনুষ্ঠান। তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেহেন্দির ছবি। ছবিতে দেখা গেছে, মেহেন্দি অনুষ্ঠানে তৃণার পরনে ছিল রূপোলি রঙের লেহেঙ্গা-চোলি। তার সঙ্গে মানানসই করে তৃণা পরেছিলেন সোনার নেকপিস ও ইয়ারিং। নীলের পরনে ছিল সাদা রঙের প্রিন্টেড পাঞ্জাবী। নীলও নিজের হাতের পাতায় মেহেন্দি দিয়ে হৃদয় এঁকে লিখেছেন তৃণার নাম। তৃণার মেহেন্দি অনুষ্ঠানে ছিল গানের আয়োজন। এই মুহূর্তের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণা। তৃণা নিজের মেহেন্দির ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁর ও নীলের প্রেমকাহিনী তাঁর সবচেয়ে বেশি প্রিয়। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে।
Brooklyn Beckham’s relationship with his parents, David and Victoria Beckham, has reportedly collapsed after years…
Brooklyn Beckham’s relationship with his parents, David and Victoria Beckham, has reportedly reached a breaking…
Rebecca Loos, David Beckham’s former personal assistant, has weighed in on Brooklyn Beckham’s explosive Instagram…
Frank Sinatra’s timeless music and extraordinary life story are heading to London’s West End. Sinatra…
Prince Harry has returned to London’s High Court as his legal battle against Associated Newspapers…
Olivia Rodrigo is once again proving her influence in both music and fashion. The Grammy-winning…