বিগত কয়েক বছরে বিশেষ ভাবে উন্নতি সাধন করেছে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি। একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদের জন্য উপহার দিয়ে বর্তমানে সংবাদ শিরোনামে বিশেষভাবে আলোচিত হচ্ছে এই ইন্ডাস্ট্রি। যেখানে এক দশক পূর্বে ভোজপুরি ইন্ডাস্ট্রিকে লো-বাজেটের সিনেমা নির্মাণ করতে দেখা যেত, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে বিদেশের মাটিতে হাই-বাজেটের সিনেমা নির্মাণ করছে। আর ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে মূলত নিরহুয়া, আম্রপালি, মোনালিসা, খেসারি লালের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের জন্য।
বর্তমানে প্রতিদিন কোন না কোন ভাবে সংবাদ শিরোনামে উঠে আসে ভোজপুরি ইন্ডাস্ট্রির এই সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা। তবে যদি ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা-অভিনেত্রীর কথা বলি, সেক্ষেত্রে নিঃসন্দেহে নিরহুয়া এবং আম্রপালির জুটিকে শীর্ষস্থানে রাখতেই পারি। বিগত কয়েক বছরে একের পর এক সুপারহিট সিনেমার পাশাপাশি সুপারহিট অ্যালবাম গান ভোজপুরি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছে এই জুটি। তাছাড়া, টেলিভিশনের রঙিন পর্দায় তাদের উষ্ণ রোমান্স আজকের দিনে বেশ পছন্দ করছেন নেটিজেনরা।
আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য ঠিক তেমনই একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি দেখলে তীব্র শীতের মধ্যেও উষ্ণতা অনুভব করবেন আপনি। ভোজপুরি ইন্ডাস্ট্রির পুরনো একটি গান সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হচ্ছে।
যেখানে ‘মাথা ফেল হো গেল’ শীর্ষক গানে একসাথে আম্রপালি এবং মোনালিসার সঙ্গে উষ্ণ রোমান্স করতে দেখা গেছে নিরহুয়াকে। গানটিতে দেখা যাচ্ছে, নিরহুয়া তার দুই স্ত্রীর সঙ্গে রোমান্স করতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠছেন। যেখানে তার স্ত্রী-রা আরও রোমান্স করার জন্য নিরহুয়াকে প্রলুব্ধ করছেন। আপনারা জানলে অবাক হবেন, শীতের মধ্যে উষ্ণতা ছড়ানো এই ভিডিওটি এখনও পর্যন্ত ৭০ কোটি মানুষ উপভোগ করেছে।
British actress Prunella Scales, best known for her role as Sybil Fawlty in the BBC…
British actress Prunella Scales, renowned for her portrayal of Sybil Fawlty in the legendary BBC…
WWE and Netflix have officially confirmed that John Cena will make his final Monday Night…
The Los Angeles Dodgers secured a dramatic victory in Game 3 of the 2025 World…
The Minnesota Vikings have placed quarterback Carson Wentz on injured reserve following a severe shoulder…
Mary Hart, the longtime host of Entertainment Tonight, continues to be one of the most…