রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজ, ফের সুপ্রিম কোর্টে নির্ভয়ার ধর্ষক
২০১২ সালে দিল্লির রাজপথে ঘটে যাওয়া এক নির্মম ঘটনা নির্ভয়া মামলার অভিযুক্ত মুকেশ সিং তার প্রানভিক্ষার আবেদন জানিয়েছে। শনিবার, পাতিয়ালা হাউস বাকি তিন দোষীর প্রাণভিক্ষার আবেদনকে খারিজ করে দেয়। তারপর মুকেশ সিংয়ের আইনজীবী বৃন্দা গ্রোভার আবেদনটি দায়ের করেছিলেন।
এই আবেদনে উল্লেখ করা হয়েছে, “নির্ভয়া মামলার অভিযুক্তদের ২০১২ থেকে ২০১৫ এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তাদের মেডিকেল রেকর্ড সম্পর্কিত যাবতীয় নথি, সেলুলার কারাবাসের রেকর্ড, শ্রমের মাধ্যমে কারাগারে অর্জিত পরিমাণের, তিহার অলিম্পিক এবং চিত্রাঙ্কন ইত্যাদির মতো শিক্ষামূলক ও সংস্কারমূলক ক্রিয়াকলাপের রেকর্ড ইত্যাদি বিষয়ের উল্লেখ রয়েছে।”
আরও পড়ুন : পাকিস্তানি, বাংলাদেশী মুসলমানদের দেশ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত : শিবসেনা
নির্ভয়া মামলার দোষী সাব্যস্ত হওয়া চার অভিযুক্ত মুকেশ সিং, বিনয় কুমার, পবন কুমার গুপ্ত ও অক্ষয় ঠাকুরকে আগামী ১ লা ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হবে। তবে সূত্রের খবর চার অভিযুক্তের আসামীই চাইছেন অভিযুক্তদের ফাঁসির প্রক্রিয়ার দিন পিছোতে।