Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘নির্ভায়ার দোষী মুকেশ সিংকে তিহার জেলে ধর্ষণ করা হয়েছে’ আইনজীবীর বিস্ফোরক দাবি

২০১২ সালের দিল্লির রাজপথে ঘটে যাওয়া এক নির্মম গনধর্ষন মামলা যার অভিযুক্ত চার জনের মধ্যে একজন অভিযুক্ত মুকেশ সিংয়ের আইনজীবী এদিন এক বিস্ফোরক মন্তব্য করেন। নির্ভয়া মামলার চার অভিযুক্তের একজন…

Avatar

২০১২ সালের দিল্লির রাজপথে ঘটে যাওয়া এক নির্মম গনধর্ষন মামলা যার অভিযুক্ত চার জনের মধ্যে একজন অভিযুক্ত মুকেশ সিংয়ের আইনজীবী এদিন এক বিস্ফোরক মন্তব্য করেন। নির্ভয়া মামলার চার অভিযুক্তের একজন যিনি ঘটনার দিন রাতে বাসটি চালাচ্ছিলেন তাকে তিহাড় জেলে হত্যা করা হয়।

এদিন মুকেশ সিংয়ের আইনজীবী বৃন্দা গ্রোভার অভিযোগ তোলেন, তার মক্কেলকে তিহাড় জেলে ধর্ষণ করা হয়েছে। তার অভিযোগ, ২৩ বছর বয়সী এক মেডিকেল পড়ুয়া তার মক্কেল মুকেশ সিংয়ের সঙ্গে মৃত্যুদণ্ডের অপর আসামি অক্ষয়ের যৌন সম্পর্ক করতে বাধ্য করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : প্রতিবাদের নতুন সুর, রঙ-তুলি হাতে মুখ্যমন্ত্রী

এদিকে, মুকেশ সিং ভারতের রাষ্ট্রপতিকে তার করুণার আবেদন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ আজ ২০১২ সালে দিল্লি গণধর্ষণ মামলায় দণ্ডিত ব্যক্তিদের মধ্যে অন্যতম মুকেশ সিংয়ের আইনজীবীর দায়ের করা আবেদনের বিষয়ে রায় সংরক্ষণ করেছে।

সলিসিটর জেনারেল এদিন মামলার অন্যতম অভিযুক্ত মুকেশ সিংয়ের আইনজীবীর এই মন্তব্যকে খন্ডন করে বলেন, “এরূপ মন্তব্যে রাষ্ট্রপতির কোনো দয়া করবেন না। মৃত্যুদন্ড কার্যকর করতে দেরি করার প্রয়াস এগুলি।”

এমন পরিস্থিতিতে নির্ভয়ার মা স্বভাবতই দুঃখ প্রকাশ করে বলেন, “ফাঁসির দিন যত এগিয়ে আসছে তত নতুন নতুন মন্তব্য শোনা যাচ্ছে, আমরা গত ৭বছর ধরে লড়ে যাচ্ছি।” আগামী ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে।

About Author