নির্ভয়া গণধর্ষণকাণ্ডের চার দণ্ডিতের ফাঁসির দিন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। বুধবার পাতিয়ালা হাউস কোর্ট ফের শুনানি মুলতুবি রাখল ফাঁসির দিন ঘোষণায়। এদিন শুনানি মুলতুবি রাখার কারন পবন গুপ্তাকে আইনজীবী খোঁজার সুযোগ করে দেওয়া। বুধবার পবন গুপ্তা আদালতে জানায়, তার হয়ে নাকি কোনো আইনজীবী সওয়াল করতে চাইছে না।অপরাধী পবন গুপ্তার বাবা আদালতে বলেন কোনো আইনজীবী তাঁর ছেলের জন্য মামলা লড়তে চাইছেন না। তাই অপরাধীর আর্জিকে গুরুত্ব দিয়ে আদালত শুনানি মুলতুবি করার সঙ্গে তাকে নতুন আইনজীবী খুঁজে নেওয়ার জন্য সুযোগ দেয়।
এর আগে দুবার ফাঁসির নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। গত ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডের চার দণ্ডিতের ফাঁসির নির্দেশ দিয়েছিল আদালত, যা কার্যকর হয়নি, দ্বিতীয়বার মৃত্যু পরোয়ানা জারি করা হয় ২ ফেব্রুয়ারি, সেটাও পিছিয়ে যায়। জেলে এই চার জনের ফাঁসির প্রস্তুতি নেওয়া হলেও ফের পিছিয়ে যায় ফাঁসির প্রক্রিয়া। আগামী বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানি হবে হবে বলে জানানো হয়।
আরও পড়ুন : ট্রাম্পের সভায় ভারতের ৫-৬ মিলিয়ন মানুষ যোগ দেবেন
আদালতের এমন নির্দেশে হতাশ নির্ভয়ার মা আশাদেবী। আদালতের বাইরে ধরনায় বসেছেন তিনি, সংবাদ মাধ্যমকে তিনি জানান, আদালত অপরাধীদের কথা শুনছে। দিনের পর দিন হাতজোড় করে অপরাধীদের শাস্তির আশায় দাঁড়িয়ে থাকার পরও মৃত্যু পরোয়ানা জারি করা হচ্ছে না। ন্যায় বিচারের আশায় এ ভাবেই সাত বছরের বেশি সময় কেটে গেলেও মিলছে না ন্যায়বিচার। আদেও অপরাধীদের উপযুক্ত শাস্তি হবে কি না, হলেও তা কতদিনে এই নিয়ে সংশয় রয়েছে।