Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্ভয়া কান্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রাণভিক্ষার আর্জি অভিযুক্তর

সম্প্রতি হায়দ্রাবাদ কান্ডে উত্তাল হয়েছে দেশ। ধর্ষকদের কঠোরতম শাস্তির দাবি উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমন সময়েই আরেক নারকীয় অত্যাচারে অভিযুক্ত তাঁর ফাঁসির শাস্তি পুনর্বিবেচনার আর্জি জানালেন। ২০১২ সালে দিল্লির…

Avatar

সম্প্রতি হায়দ্রাবাদ কান্ডে উত্তাল হয়েছে দেশ। ধর্ষকদের কঠোরতম শাস্তির দাবি উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমন সময়েই আরেক নারকীয় অত্যাচারে অভিযুক্ত তাঁর ফাঁসির শাস্তি পুনর্বিবেচনার আর্জি জানালেন।

২০১২ সালে দিল্লির বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর নির্ভয়া কান্ডের অভিযুক্তদের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় শর্মা প্রাণভিক্ষার আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। সূত্রের খবর, বিনয় শর্মার সেই আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে দেশ জুড়ে ধর্ষকদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি প্রয়োগের দাবিতে যখন উত্তাল নাগরিক সমাজ তখন নির্ভয়া কান্ডের অন্যতম অভিযুক্তের আর্জি মঞ্জুর হলে ভুল বার্তা যেতে পারে সমাজে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে মনোবিদরা মনে করছেন, ফাঁসির সাজা দিয়ে অপরাধ কমানো সম্ভব নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, এর আগে বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিল্লি সরকার। নির্ভয়া কান্ডের মতো বিরলের থেকে বিরলতম ঘটনায় ফাঁসিই একমাত্র সাজা বলে মনে করছে তারা।

About Author