দেশনিউজ

ফের নতুন পিটিশন দাখিল নির্ভয়া দোষীদের, বৃহস্পতিবার হবে শুনানি

Advertisement

নির্ভয়া কাণ্ডের অপরাধীদের ফাঁসির আর মাত্র দুদিন বাকি। নতুন করে পিটিশন দাখিল করেছেন দোষীদের আইনজীবী এ পি সিং।  কিউরেটিভ পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে পবন গুপ্ত-র তরফে। আর আবারও রাষ্ট্রপতির কাছে দ্বিতীয়বার প্রাণ ভিক্ষার আবেদন করেছে অক্ষয় ঠাকুর।

বুধবার পবন গুপ্তের কিউরেটিভ পিটিশন নিয়ে কোনও শুনানি হয়নি।  বিচারপতি জানিয়েছেন যে বৃহস্পতিবার দুপুরের ১২ টাতে আদালতে শুনানি হবে। আর গত মঙ্গলবার মুকেশ সিং নতুন পিটিশন দাখিল করে আদালতে জমা দিয়েছে। তিনবার ফাঁসি পেছোনোর পর এটা চতুর্থবার। আর এবার ফাঁসি এড়ানোর জন্য দোষীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দোষীরা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল। এখন সব দিক বন্ধ দেখে পবন ও অক্ষয় নতুন করে আবেদন করছে। ফাঁসি এড়ানোর জন্য প্রায় সব রকম চেষ্টা তারা করে ফেলেছে।

আরও পড়ুন : ফের আদালতের দ্বারস্থ নির্ভয়াকান্ডের অপরাধীরা, ফাঁসি কার্যকর নিয়ে সংশয়

সূত্রের খবর, ২০ তারিখ ভোর ৫টা  ফাঁসির জন্য তিহার জেলে প্রস্তুতি নেওয়া হয়েছে। পবন জল্লাদ ও সেখানে পৌঁছে গেছেন।  তবে আগামীকাল সুনজনির জন্য অপেখা করছে গোটা দেশ।

Related Articles

Back to top button