Today Trending Newsদেশনিউজ

বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগ, এলআইসির শেয়ার মিলবে খোলা বাজারে, বাজেটে বড় ঘোষণা সীতারামনের

Advertisement

নয়াদিল্লি: আজ, সোমবার (Monday) সকাল ১১টা থেকে শুরু হয়েছে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট (Budget 2021-22)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) করোনা (Coronavirus) পরিস্থিতির মধ্যে এবারের বাজেট কি স্বস্তি দেবে মধ্যবিত্তদের? নাকি জোর দেওয়া হবে কর্পোরেট খাতে? এই নিয়েই আলোচনা-পর্যালোচনা অনেক হয়েছে। করোনার ক্ষততে প্রলেপ দিতে ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে কোন খাত কতটা স্বস্তি পেতে পারে, তা নিয়ে চর্চায় মজেছিল গোটা দেশ। এবারের বাজেট যে ‘অভূতপূর্ব’ হতে চলেছে, তা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাই সকাল থেকেই সকলের নজর রয়েছে মোদি সরকারের (Modi Govt) এই বাজেটের দিকে। প্রত্যাশামতো এই বাজেটে পশ্চিমবঙ্গের (Westbengal) জন্য ঢালাও উপহার সাজিয়ে রাখা হয়েছে। প্রবীণ নাগরিকদের কথা ভেবেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এমনকি আমদানি শুল্কে রাশ টেনে সোনা-রূপোর দামের পতন ঘটানোর জন্য বদ্ধপরিকর হয়েছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। করোনা পরিস্থিতিতে যেভাবে ভারতের অর্থনীতি ধাক্কা খেয়েছে, তা থেকে উঠে দাঁড়ানোর জন্য বিদেশি বিনিয়োগের (FDI) ওপর যে এবারের বাজেট বেশি জোর দেবে, এমনটা আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল। আর হলও তাই। বিমাক্ষেত্রে বিরাট বিদেশি বিনিয়োগের সুযোগ করে দিল এবারের বাজেট।

শুধু তাই নয়, শেয়ার বাজার যাতে চড়চড়িয়ে আগের রূপে ফিরে আসে এবং এলআইসির যাতে আয় বাড়ে, তার জন্য খোলা বাজারে এলআইসির শেয়ার বিক্রি করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া আর্থিক বছরে বিমাক্ষেত্রে বিদেশি সংস্থাগুলি ৭৪ শতাংশ পর্যন্ত  বিনিয়োগ করতে পারবে। এর ফলে বিমাক্ষেত্রে নতুন জোয়ার আসবে বলে মনে করছে সরকার। পাশাপাশি, নতুন কর্মসংস্থানও তৈরি হবে। তবে বিদেশি সংস্থা মালিকানাধীন বিমাক্ষেত্রে নিজেদের সঞ্চিত অর্থ ভবিষ্যতের জন্য আমানত হিসেবে রাখার ক্ষেত্রে আমজনতা কতটা ভরসা রাখবে এরপর এলআইসির ওপর, তা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এমনকি সাধারণের আমানত কতটা নিরাপদ, সেই প্রশ্নও উঠেছে।

এদিকে গত বছর বাজেটে এলআইসি বিলগ্নীকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এবার সেই এলআইসির শেয়ার খোলা বাজারে বিক্রির কথা ঘোষণা করে দেওয়া হল। যার ফলে এলআইসির আয় বাড়বে বলে মনে করছে কেন্দ্র। এর পাশাপাশি দুটি ব্যাঙ্ককে বেসরকারিকরণের কথা বলা হয়েছে। তবে কোন দুটি ব্যাঙ্ক, তা বাজেটে ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে অর্থনীতির গ্রাফ ঊর্ধ্বমুখী করার জন্য বিদেশি বিনিয়োগ এবং বেসরকারিকরণের ওপর জোর দিল এবারের কেন্দ্রীয় বাজেট, এমনটা বলাই যায়।

Related Articles

Back to top button