দেশের অর্থনীতি নিয়ে আজ বড় ঘোষণা করবেন নির্মলা সীতারামণ!

অরূপ মাহাত: বর্তমানে দেশের অর্থনীতির হাল খুব খারাপ অবস্থায় রয়েছে।এই মুহুর্তে বিরোধী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে ক্রমাগত আক্রমণ করে চলেছে কেন্দ্র সরকারকে। নোটবন্দি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন পলিসি এর জন্য…

Avatar

অরূপ মাহাত: বর্তমানে দেশের অর্থনীতির হাল খুব খারাপ অবস্থায় রয়েছে।এই মুহুর্তে বিরোধী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে ক্রমাগত আক্রমণ করে চলেছে কেন্দ্র সরকারকে। নোটবন্দি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন পলিসি এর জন্য দায়ী বলে অভিযোগ তাদের।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও দেশের অর্থনৈতিক সুস্থিতি ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। এই অবস্থায় আজ, শনিবার সাংবাদিক বৈঠক করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের। দেশের অর্থনীতির হাল ফেরাতে বেশ কিছু অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটতে পারে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে।

আজ শনিবার, ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে বেশ কিছু আর্থিক সংস্কারমূলক পদক্ষেপের কথা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানা গিয়েছে, অটোমোবাইল, ব্যাঙ্কিং, এনবিএফসি, আবাসন-সহ একাধিক সেক্টরের জন্য বড় ঘোষণা করতে পারেন তিনি।

জিএসটি রিফান্ড, ব্যাঙ্কগুলিকে আর্থিক সহায়তা, গাড়ি শিল্পকে চাঙ্গা করার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে খবর৷ একই সাথে শেয়ার বাজারের স্থিতি মজবুত করতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের সারচার্জ তুলে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে৷