টেক বার্তা

মাত্র ৬.৫ লাখ টাকায় অটোমেটিক SUV গাড়ি আনলো Nissan, থাকবে সব অত্যাধুনিক ফিচার

আজকাল ভারতীয় মার্কেটে জনপ্রিয়তার শীর্ষে SUV গাড়ি

Advertisement

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। তবে আজকের ট্রেন্ড অনুযায়ী ভারতীয়রা এবার বেশি করে পছন্দ করছে এসইউভি গাড়ি। আর SUV গাড়ির কথা বললে ব্যাপক সস্তায় গাড়ি এনে চমকে দিয়েছে Nissan কোম্পানি। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সম্প্রতি Nissan কোম্পানি ভারতের বাজারে ম্যাগনাইট অটোমেটিক এসইউভি লঞ্চ করেছে। এই গাড়ির প্রাথমিক মূল্য সবেমাত্র প্রকাশ করা হয়েছে। ১০ নভেম্বর পর্যন্ত এই দাম একই থাকবে। তারপর সেই দাম বাড়তেও পারে আবার নাও পারে। এই স্বয়ংক্রিয় SUV-তে ৪ টি ভেরিয়েন্ট দেওয়া হবে, যার মধ্যে প্রথম ভেরিয়েন্টের নাম XE, দ্বিতীয় ভেরিয়েন্টের নাম XL, তৃতীয় ভেরিয়েন্টের নাম XV এবং চতুর্থ ভেরিয়েন্টের নাম XV প্রিমিয়াম। এর বেস ভ্যারিয়েন্ট এর এক্স শোরুম মূল্য মাত্র ৬.৫০ লাখ টাকা।

ARAI দাবি করেছে যে Nissan Magnite Autometic গাড়িটি ১৯.৭০ kmpl এর মাইলেজ দেবে। এই গাড়িটি ব্যাপক পছন্দ হতে চলেছে ইয়ংস্টারদের। আপনাদের জানিয়ে রাখি এই গাড়ির ম্যানুয়াল ভার্সনের দাম অটোমেটিক এর তুলনায় ৫০ হাজার টাকা কম। এই ধরনের সেগমেন্টে এই গাড়ির দাম সবচেয়ে কম। তবে দাম কম হলেও ফিচারের কোনো কমতি নেই এই গাড়িতে। গাড়ির বিস্তারিত স্পেসিফিকেশন দেখতে Nissan কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।

Related Articles

Back to top button