দেশনিউজ

‘রাফাল চুক্তিতে কোন দুর্নীতি হয়নি’ সুপ্রিমকোর্টে খারিজ পুনর্বিবেচনার আর্জি

Advertisement

অরূপ মাহাত: রাফাল মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করলো সর্বোচ্চ আদালত। ২০১৮-এর ডিসেম্বরে রাফাল চুক্তি নিয়ে বিরোধীদের আনা দুর্নীতির অভিযোগ খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ। সেই মামলায় স্বস্তি মিললো সরকারের। একইসঙ্গে আবারও ভুল প্রমাণিত হলো বিরোধী শিবির।

ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা দাসল্ট এভিয়েশনের থেকে কেনা রাফাল যুদ্ধ বিমানের দাম নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিলেন বিরোধীরা। ৫৯ হাজার কোটি টাকায় কেনা যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপিরই প্রাক্তন মন্ত্রীরা। ফলে, গত ডিসেম্বরে আদালতের রায় সরকারের পক্ষে গেলে প্রাক্তন দুই মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ সৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ রায় পুনর্বিবেচনার আর্জি জানান। একই সঙ্গে, আদালতের তত্ত্বাবধানে রাফাল দুর্নীতির তদন্তের আর্জি জানান। তবে, আদালত সেই মামলা খারিজ করে আজ জানিয়ে দেন যে, রাফাল মামলায় আর কোন তদন্তের প্রয়োজন নেই। আদালতের রায় তাদের বিপক্ষে যাওয়ায় স্বভাবতই ব্যাকফুটে বিরোধী শিবির।

Related Articles

Back to top button