এবার ফ্লিপকার্ট, গ্রোফার্স, বিগ বাস্কেটের মতো দেশের বড় ই-কমার্স সাইট গুলি তাদের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২১ দিন। ফ্লিপকার্টের তরফ থেকে জানানো হয়েছে তাদের সমস্ত ডেলিভারি ২১ দিন বন্ধ থাকবে। ১৪ তারিখের পর আবার জানানো হবে কবে ডেলিভারি দেওয়া হবে। গতকালই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে আগামী ২১ দিন, ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লকডাউনের সময় ফুড, গ্রোসারির ই-কমার্স সাইট গুলি চালু থাকবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার ই-কমার্স সাইট গুলো নিজেরাই ঘোষণা করলো তারা ১৪ই এপ্রিল পর্যন্ত কোনো ডেলিভারি দেবে না।
ফ্লিপকার্টের সিইও রজনীশ কুমার জানিয়েছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে এই মুহুর্তে আমরা সমস্ত ডেলিভারি বন্ধ করছি। আমরা আমাদের ডেলিভারি এক্সিকিউটিভদের সুরক্ষার ব্যাপারে দায়বদ্ধ। তাই এই অবস্থায় কোনোরকম ঝুঁকি আমরা নিচ্ছিনা। ১৪ই এপ্রিল পর্যন্ত আমাদের সমস্ত ডেলিভারি বন্ধ থাকবে।’ ফ্লিপকার্টের তরফে তাদের সমস্ত কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দিয়েছে দেশের বৃহত্তম ই-কমার্স সংস্থা।
ফ্লিপকার্টের পাশাপাশি অনলাইন মুদিখানার সামগ্রী সরবরাহকারী সংস্থা গ্রোফার্সও ১৪ই এপ্রিল পর্যন্ত তাদের ডেলিভারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শহরাঞ্চলে গ্রোফার্স এর জনপ্রিয়তা ভালোই, তাই তাদের এই পদক্ষেপে ক্রেতারা যে কিছুটা সমস্যায় পড়বে তা মানছে খোদ কোম্পানিও। গ্রোফার্স এর পাশাপাশি আর একটি অনলাইন মুদিখানার সামগ্রী সরবরাহকারী সংস্থা বিগ বাস্কেটও তাদের ডেলিভারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিগ বাস্কেটের তরফে জানানো হয়েছে, ‘আমরা ডেলিভারি চালু রাখতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ডেলিভারি এক্সিকিউটিভদের স্থানীয় প্রশাসন থেকে বাধা দেওয়া হচ্ছে, তাই ১৪ই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে হয়েছে।’ আমাজনের তরফে এখনো কিছু জানানো হয়নি, তবে তারা শীঘ্রই এই বিষয়ে জানাবে বলে জানানো হয়েছে।