মঙ্গলবার বিকেলের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেছেন যে করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপি নিয়ে এখনও পরীক্ষা-নিরিক্ষা চলছে। আইসিএমআর এই থেরাপি নিয়ে ট্রায়াল শুরু করেছে। সঠিক নিয়ম না মেনে যদি রোগীদের উপর এর প্রয়োগ করা হয়, তাহলে এর ফল খারাপ ও হতে পারে। তিনি এর সাথে এটাও বলেন যে সব থেরাপির একটি নির্দিষ্ট নিয়ম থাকে, আর প্লাজমা থেরাপির ক্ষেত্রে নিয়ম না মানলে এর ফল মারাত্মক হতেও পারে।
.@ICMRDELHI has stated very clearly that currently there is no approved therapy for #COVID19 including Plasma therapy.
Plasma therapy is one of the therapies which is being experimented with, however there is no evidence to support that it can be used in treatment: @MoHFW_INDIA pic.twitter.com/Hbh6dsGHrL
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) April 28, 2020
কয়েকদিন আগে অরবিন্দ কেজরিওয়াল প্লাজমা থেরাপির সম্পর্কে সাফল্যের কথা বলেন। গত সপ্তাহেই দিল্লিতে এক ব্যক্তির প্লাজমা থেরাপিতে প্রথম সাফল্যের কথা জানা গেছে। তারপরেই প্লাজমা দানের জন্য মানুষের মধ্যে তৎপরতা দেখা যায়। কিন্তু এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কথাটা ধোঁয়াশা তৈরী হয়েছে। এর পাশাপাশি লব আগরওয়াল এটাও বলেছেন যে প্লাজমা থেরাপি প্রয়োগের সময় সঠিক গাইডলাইন অবশ্যই মেনে চলা উচিত।
আইসিএমআর পক্ষ থেকে বলা হয়েছিল, প্লাজমা থেরাপি প্রয়োগের আগে দাতা ও গ্রহীতার রক্তের গ্রূপ ও রক্তের অন্যান্য পরীক্ষা করে নিতে হবে। সব রোগীদের উপর এটা প্রয়োগ করা যায় না। দাতার শরীরে সংক্রমণ থেকে গেছে কিনা সেটাও দেখে নিতে হবে। আক্রান্ত ব্যক্তি সুস্থ হবার পর তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর করোনা রিপোর্ট নেগেটিভ এলে তবেই সেই ব্যক্তি সুস্থ হবেন এবং প্লাজমা দিতে পারেন।