দেশজুড়ে লকডাউনের মাঝে স্বস্তির খবর এলো রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজ্যের সমবায় ব্যাংকের আওতায় থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আপাতত তিনমাস কোনো ঋণের কিস্তি দিতে হবে না। সমবায় ব্যাংক গুলির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত্ব অন্যান্য ব্যাংক গুলিও এই ছাড় দিচ্ছে। জানা যাচ্ছে, এর ফলে ১৬ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হবেন।
এই ছাড়ের ফলে সরাসরি ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে জানাচ্ছে ওই সংবাদমাধ্যম। রাজ্যে প্রায় ৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে, যার মধ্যে ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রাজ্য সরকারের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের সাথে যুক্ত। বাকি গোষ্ঠী গুলো নাবার্ডের সাথে। এই ৯ লক্ষের মধ্যে ২ লক্ষ ৫ হাজার গোষ্ঠী সমবায় ব্যাংকের আওতায় আছে। বাকিরা অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক এবং বিভিন্ন বেসরকারি ব্যাংকের আওতায়।
এই ২ লক্ষ ৫ হাজার গোষ্ঠীর মধ্যে সমবায় ব্যাংক থেকে লোন নেওয়া আছে ১ লক্ষ ৬৫ হাজার গোষ্ঠীর। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যে পরিমাণ টাকা জমান, তার ছয় গুণ টাকা ১১% সুদে লোন হিসেবে দেওয়া হয়। এই ১১% সুদের মধ্যে রাজ্য সরকার দেয় ৭%, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাত্র ৪% করে সুদ দিতে হয়। কিন্তু এই কঠিন সময়ে তাদের সেই লোনের মাসিক কিস্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমবায় ব্যাংক।
রাজ্যের সমবায় ব্যাংক গুলির তরফে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নেওয়া লোনের কিস্তিতে ছাড় দেওয়া নিয়ে কোনো শর্ত চাপানো হবেনা বলেও জানা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক গুলির থেকে নেওয়া লোনের ক্ষেত্রেও কোনো শর্ত চাপানো হবেনা। তবে জানা যাচ্ছে, বেসরকারি ব্যাংক গুলি লোনে ছাড় দিতে পারে তবে তার জন্য তারা একাধিক শর্ত চাপাতে চাইছে। ফলে সমবায় ব্যাংক থেকে লোন নেওয়া মহিলাদের চিন্তা না থাকলেও বেসরকারি ব্যাংকে থেকে যারা লোন নিয়েছেন তারা যথেষ্টই চিন্তায় আছেন।