করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব।যার ফলে বিভিন্ন ক্রিকেট ম্যাচ বা অন্যান্য ইভেন্টে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৯ শে মার্চ ত্রয়োদশতম আইপিএল শুরু হওয়ার কথা ছিল।তবে এই ভাইরাসের জেরে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লী সরকার। দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া রাজ্যে আইপিএল ম্যাচ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, “যদি স্টেডিয়ামে একজনও করোনাভাইরাস আক্রান্ত কোনও ব্যক্তি প্রবেশ করেন তাহলে বিপদ অনেকটা বেড়ে যাবে। এই কারণের জন্যেই দিল্লীতে আইপিএলের ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।সংক্রমণের কথা মাথায় রেখেই দিল্লীতে আইপিএলের একটি ম্যাচও খেলানো হবে না।”
তালিকা অনুযায়ী, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে সাতটি ম্যাচ খেলার কথা ছিল দিল্লী ক্যাপিটালসের। কিন্তু এই সিদ্ধান্তের ফলে এই দলকে তাদের হোম গ্রাউন্ডের ম্যাচের জন্য অন্য কোনও রাজ্যকে বেছে নিতে হবে। শুধু দিল্লী নয় এর আগে মহারাষ্ট্র সরকারও তাদের রাজ্যে আইপিএলের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা জানিয়েছে যে, আইপিএলের সমস্ত ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে হবে।
দিল্লী ও মহারাষ্ট্র সরকার এই সিদ্ধান্ত নিলেও আইপিএল পিছিয়ে নেওয়ার মতো কোনো খবর এখনও পাওয়া যায়নি।যদিও বিসিসিআই নির্ধারিত সূচী মেনেই আইপিএলের আয়োজনের কথা জানিয়েছে, তবে শোনা যাচ্ছে আগামী শনিবার আইপিএলের গর্ভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে।এই বৈঠকে চলতি সিজন পিছিয়ে দেওয়া বা দর্শক শূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।