যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য এবং ট্রেনের ভিড় কমানোর জন্য এই মুহূর্তে গ্রীষ্মকালের কথা চিন্তা করে বিশেষ ট্রেন ঘোষণা করেছে ভারতীয় রেল। যাত্রীদের কথা চিন্তা করে পশ্চিম রেলওয়ে তাদের ভ্রমণের চাহিদা মেটানোর জন্য বিশেষ ভাড়ায় বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলির সম্পূর্ণ সময়সূচী এবং সময় সারণী আপনাদের জন্য রইল।
দেখে নিন ট্রেনের নতুন সময়সূচী –
১. ট্রেন নম্বর 09209 বান্দরা টার্মিনাস থেকে ভাবনগর টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল ট্রেন আগে ২৮ জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও, নতুন নোটিশ অনুযায়ী এবারে ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত চলবে।
২. ট্রেন নম্বর 09007 ভালসাদ থেকে ভিওয়ানী সাপ্তাহিক স্পেশাল আগে ২৭ জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও, এবারে ২৫ শে জুলাই ২০২৪ পর্যন্ত চালানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে।
৩. ট্রেন নম্বর 09059 সুরাট থেকে ব্রহ্মপুর সাপ্তাহিক স্পেশাল আগে ২৬ জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও, এবারে ৩১ শে জুলাই ২০২৪ পর্যন্ত চালানোর কথা হয়েছে।
৪. ট্রেন নম্বর 09211 গান্ধীগ্রাম থেকে বোটাদ দৈনিক অসংরক্ষিত স্পেশাল ট্রেনটি ২৯ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা ছিল, তবে এবারে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর কথা ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে
৫. ট্রেন নম্বর 09215 গান্ধীগ্রাম থেকে ভাবনগর টার্মিনাস ডেইলি ২৯ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা ছিল। তবে এবারে সময়সীমা ৩০শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত করা হয়েছে যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে।
৬. ট্রেন নম্বর 09055 বান্দ্রা টার্মিনাস থেকে উদনা স্পেশাল সপ্তাহে পাঁচ দিন চালানোর কথা। এই ট্রেনটি আগে ৩০ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর কথা রয়েছে।
৭. ট্রেন নম্বর 09195 বাজোদরা থেকে মাউ স্পেশাল ট্রেন আগে ২৯ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে ২৮ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালাবে ভারতীয় রেলওয়ে।
৮. ট্রেন নম্বর 09343 ডক্টর আম্বেদকর নগর থেকে পাটনা পর্যন্ত চলা স্পেশাল ট্রেনটি আগে ২৭ শে জুন ২০২৪ পর্যন্ত চলার কথা থাকলেও এবারে নতুন বিজ্ঞপ্তি অনুসারে ২৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চলবে।
৯. ট্রেন নম্বর 09045 উদনা থেকে পাটনা সাপ্তাহিক ট্রেন আগে ২৮শে জুন ২০২৪ পর্যন্ত চলার কথা থাকলেও এবারে ২৭ এ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চলবে।
১০. ট্রেন নম্বর 09415 বান্দ্রা টার্মিনাস থেকে গান্ধীগ্রাম সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৭ জুন ২০২৪ পর্যন্ত চলার কথা থাকলেও এবারে ২৫ শে জুলাই ২০২৪ পর্যন্ত চলবে।
১১. ট্রেন নম্বর 09493 আহমেদাবাদ পাটনা স্পেশাল আগে ৩০ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে নতুন বিজ্ঞপ্তি অনুসারে ২৮ শে জুলাই ২০২৪ পর্যন্ত চালানো হবে।
১২. ট্রেন নম্বর 09425 সবরমতি থেকে হরিদ্বার আগে ১৪ই জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে ২৪ জুন থেকে ২৯ শে জুলাই পর্যন্ত আবারো চালানো হবে।
১৩. ট্রেন নম্বর 09456 ভুজ থেকে গান্ধীনগর ক্যাপিটাল ডেইলি স্পেশাল আগে ৩০শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
১৪. ট্রেন নম্বর 09529 ধোলা থেকে ভাবনগর টার্মিনাস ডেইলি অসংরক্ষিত স্পেশাল ট্রেনটি আগে ৩০ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে ৩০ এর সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
১৫. ট্রেন নম্বর 09111 ভদোদরা থেকে গোরখপুর সাপ্তাহিক স্পেশাল আগে ২৪ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে নতুন বিজ্ঞপ্তি অনুসারে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৬. ট্রেন নম্বর 09417 আহমেদাবাদ দানাপুর স্পেশাল ট্রেনটি আগে ২৪ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৭. ট্রেন নম্বর 09025 ভালসাউ থেকে দানাপুর সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৪ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৮. ট্রেন নম্বর 09575 রাজকোট থেকে জৌচালা সাপ্তাহিক পেশাল ট্রেনটি আগে ২৪ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে নতুন বিজ্ঞপ্তি অনুসারে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯. ট্রেন নম্বর 09569 রাজকোট বারনি সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৮ জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ২৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানো হবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের বিজ্ঞপ্তিতে।
২০. ট্রেন নম্বর 09407 ভুজ থেকে দিল্লি সরাই রহিল্লা স্পেশাল ট্রেনটি আগে ২৮ জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে ২৭ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২১. ট্রেন নম্বর 09117 সুরাট থেকে সুবেদারগঞ্জ স্পেশাল ট্রেনটি আগে ২৮ জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ২৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২. ট্রেন নম্বর 09557 ভাবনগর টার্মিনাস থেকে দিল্লী সাপ্তাহিক স্পেশাল এক্সপ্রেস ২৮ জুন ২০২৪ পর্যন্ত চালানোর কথা থাকলেও এবারে ২৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চালানো হবে বলে জানা গিয়েছে।
২৩. ট্রেন নম্বর 09405 সবরমতি থেকে পাটনা সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৫ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও ২৪ শে সেপ্টেম্বর পর্যন্ত এবার চালানো হবে বলে জানানো হয়েছে।
২৪. ট্রেন নম্বর 09324 ইন্দোর থেকে পুনে সাপ্তাহিক স্পেশাল আগে ২৬ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ২৫শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চালানো হবে বলে জানা গিয়েছে।
২৫. ট্রেন নম্বর 09520 ওখা থেকে মাদুরা সাপ্তাহিক স্পেশাল আগে ২৪ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ৩০ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চালানো হবে বলে জানা গিয়েছে।
২৬. ট্রেন নম্বর 09097 বান্দ্রা টার্মিনাস থেকে শ্রীমাথা বৈষ্ণদেবী কাটরা পর্যন্ত চলা স্পেশাল সাপ্তাহিক ট্রেনটি ৩০ শে জুন পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ২৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চালানো হবে বলে জানা গিয়েছে।
২৭. ট্রেন নম্বর 09525 হাপা থেকে নলরালাগুন সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৬ শে জুন পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ২৫ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চালানো হবে বলে জানা গিয়েছে।
২৮. ট্রেন নম্বর 09183 মুম্বাই সেন্ট্রাল থেকে বেনারস সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৬ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ২৫শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
২৯. ট্রেন নম্বর 09309 ইন্দোর থেকে হযরত নিজামুদ্দিন পর্যন্ত চলা দ্বি-সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ৩০শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে সেই সময়সীমা ২৯শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
৩০. ট্রেন নম্বর 09075 মুম্বাই সেন্ট্রাল থেকে কাঠগোদাম সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৬ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে সেই সময়সীমা ২৫শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
৩১. ট্রেন নম্বর 09185 মুম্বাই সেন্ট্রাল থেকে কানপুর আনোয়ারগঞ্জ সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ৩০ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ২৯ এ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
৩২. ট্রেন নম্বর 09189 মুম্বাই সেন্ট্রাল থেকে কাটিহার সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৯ শে জুন ২০২৪ পর্যন্ত চালানো সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ২৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
৩৩. ট্রেন নম্বর 09033 উধনা থেকে বারণী দ্বি-সপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৬ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে সেই ট্রেনটি ৩০শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩৪. ট্রেন নম্বর 09523 ওখা থেকে দিল্লি সরাই রোহিল্লা সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি আগে ২৫ শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩৫. ট্রেন নম্বর 09419 আহমেদাবাদ তিরুচিরাপল্লী সাপ্তাহিক এক্সপ্রেস আগে ২৭শে জুন ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এবারে ট্রেনটি ২৬শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সমস্ত ট্রেনগুলি শুধুমাত্র আপ লাইনে নয়, ডাউন লাইনেও কিন্তু একইভাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে একসাথে ৭০টি নতুন ট্রেনের ব্যবস্থা গ্রহণ করলো ভারতীয় রেলওয়ে।