বিশ্ব জুড়ে করোনা হাহাকার এখনও চলছেই। চিন থেকে ধীরে ধীরে এই মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। অবশ্য চিনই প্রথম করোনা ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছিল। কিন্তু তারপরও প্রতিদিন খুব কম সংখ্যক হলেও আক্রান্তের হদিশ মিলছিলই। তবে এবার সেই প্রবণতার ইতি ঘটলো। জানা গেছে, শনিবার নতুন করে আর কোন করোনা আক্রান্তের সন্ধান মেলেনি চিনে।
জানুয়ারির পর এই প্রথম করোনা শূন্য দিন পেরালো এই দেশে। এই ঘটনাকে নিজেদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার বড় সাফল্য বলে দাবি করেছে চিনের শি জিনপিং সরকার। ২০২০ সালের জানুয়ারিতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে চিনের ইউহান প্রদেশে। তারপর থেকে এখনও পর্যন্ত সে দেশে ৮৫ হাজার ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। সরকারি তথ্য অনুসারে, সে দেশে করোনা সংক্রমণের কারণে মৃতের সংখ্যা ৪৬৩৬। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে চিন।
সরকারি তথ্যের বাস্তবের বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, আমেরিকার অভিযোগ অবান্তর বলে জানিয়েছে চিনের সরকার। চিনের পাল্টা দাবি, করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের অন্যান্য করোনা আক্রান্ত দেশগুলিকে সর্বদা সাহায্য করে এসেছে তারা। করোনা ভাইরাস জনিত সমস্ত তথ্য সঠিক ও সময়মতো তা প্রকাশ্যে আনা হয়েছে বলে দাবি চিনের।